চল-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2408
24071. ‘+’ কিসের প্রতীক?
- সংযোগবিহীন তার
- ফিউজ
- আড়াআড়ি তার
- ভূ-সংযোগ
24072. অর্ধপরিবাহীর সাথে অপদ্রব্য মিশালে কী ঘটবে?
- পরিবাহকত্ব হ্রাস পায়
- পরিবাহকত্ব বৃদ্ধি পায়
- পরিবাহকত্ব শুন্য হয়ে যায়
- পরিবাহকত্ব স্থির থাকবে
24073. কোন বর্তনীতে ৩টি সমান ক্ষমতাবিশিষ্ট বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলো, এদের থেকে আলো পাবার ব্যাপারে কোনটি ঘটবে?
- প্রথম ও তৃতীয় বাল্ব সমান আলো দেবে
- শুধু প্রথম বাল্বটি জ্বলবে
- ক্রমানুসারে বাল্বগুলোর আলো হ্রাস পাবে
- তিনটি বাল্বই সমান আলো দেবে
24074. কোন সংযোগের ক্ষেত্রে বৈদ্যুতিক উপকরণগুলো সমান ভোল্টেজ পায়?
- শ্রেণি
- সমান্তরাল
- মিশ্রভাবে
- কোনটিই নয়
24075. কোন প্রক্রিযায় পরিবাহী তার দ্বারা সংযুক্ত দুটি বস্তুর বিভব পার্থক্য বজায় রাখতে পারলে –
- ইলেকট্রন নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে
- তড়িৎ প্রবাহ চলে
- তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে
A,B
24076. তড়িতের নিরাপদ ব্যবহারের জন্য কয়টি নিরাপত্তামূরক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?
- 1টি
- 2টি
- 3টি
- 4টি
24077. পরিবাহিতার ওপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়?
- 2
- 3
- 4
- 5
24078. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- বিভব পার্থক্যের একক ভোল্ট
- তড়িচ্চালক শক্তির একক ভোল্ট
- তড়িচ্চালক শক্তির একক জুল
A,B
24079. ভোল্টমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
- রোধ
- তড়িৎপ্রবাহ
- আধান
- বিভব পার্থক্য
24080. অর্ধপরিবাহীর ক্ষেত্রে –
- পরিবাহকত্ব অপরিবাহী ও পরিবাহী পদার্থের মাঝামাঝি
- প্লায়ার তারের হাতল হিসেবে ব্যবহৃত হয়
- তড়িৎ পরিবাহকত্ব বাড়ানো যায়
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "চল-তড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2408"