চল-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2403
চল তড়িৎ | 24021. তড়িৎ প্রবাহের সাথে রোধের সম্পর্ক কী?
- সমানুপাতিক
- বর্গের সমানুপাতিক
- ব্যস্তানুপাতিক
- বর্গের ব্যস্তানুপাতিক
24022. শূন্য মাধ্যমে পরিবাহীর যেকোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 10C আধান প্রবাহের জন্য, তড়িৎ প্রবাহ 5A হলে প্রবাহের সময় –
- 10s
- 50s
- 2s
24023. সুবিধামত ভেজাল মিশিয়ে পরিবাহিতা বৃদ্ধি করা যায় কোন পদার্থের?
- পরিবাহী
- অপরিবাহী
- অন্তরক
- অর্ধপরিবাহী
24024. V বনাম I লেখচিত্রটি –
- একটি সরলরেখা
- বক্ররেখা
- মূল বিন্দুগামী
A,C
24025. তড়িৎ শক্তি কীসের উপর ভিত্তি করে অন্য শক্তিতে রূপান্তরিত হয়?
- আধানের পরিমাণ
- পরিবাহীর দৈর্ঘ্য
- বর্তনীর প্রকৃতি
- বর্তনীর রোধ
24026. জীবন্ত ও নিরপেক্ষ তার পরস্পরের সংস্পর্শে আসলে কী সৃষ্টি হয়?
- ওপেন সার্কিট
- শর্ট সার্কিট
- ক ও খ
- কিছুই হয় না
24027. কোষ ও জেনারেটরে কী রয়েছে?
- তড়িৎ প্রাবল্য
- তড়িচ্চালক শক্তি
- তড়িৎ ক্ষমতা
- সবগুলোই
24028. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- হেয়ার ড্রায়ারকে ভেজা সিঙ্কে রাখা ভাল
- বৈদ্যুতিক সরঞ্জামের অ-অন্তরিত অংশ শুষ্ক রাখা ভাল
- ভেজা হাত দ্বারা বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা বিপজ্জনক
B,C
24029. বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে কোনটি?
- প্রোটনের প্রবাহ
- নিউট্রনের প্রবাহ
- ইলেকট্রনের প্রবাহ
- তাপের প্রবাহ
24030. বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য কীসের প্রয়োজন?
- তাপ
- চাপ
- তড়িৎ প্রাবল্য
- তড়িৎ শক্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "চল তড়িৎ এসএসসি পদার্থ বিজ্ঞান মডেল টেস্ট"