
ইশিখন.কম ৮৯০/- থেকে ১৯৯০/- টাকার প্রতিটি কোর্সের ডিভিডি ডাউনলোড এখন মাত্র ১৩০/- থেকে ৩৫৫ টাকা।
? সময় এখন ঘরে থাকার, কিন্তু তাই বলে সময়টা বৃথা যাবে? ? ঘরে থেকে নিজের স্কিল ডেভেলপ করে সময়টাকে কাজে লাগাতে ইশিখন দিচ্ছে বিশাল সুযোগ!
এই দু:সময়ে তরুণদের ঘরে বসে শেখার সুযোগ দিতে ৮৯০/- থেকে ১৩৯০/- টাকার প্রতিটি কোর্সের ডিভিডি এখন মাত্র ১৩০/- থেকে ৩৫৫ টাকা। ডিভিডিতে রয়েছে ইন্টারএকটিভ মেনু যা আপনাকে নিজ থেকেই শেখাবে। আমাদের রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী করে তোলা তথা দক্ষ করার জন্য ২৫টি কোর্স। আপনি যেকোন একটি বা একাধিক শিখে পার্টটাইম কিংবা ফুলটাইম হিসেবে ঘরে বসেই আয় শুরু করতে পারেন।
বেস্ট সেলার ২৫টি টিউটোরিয়াল ডিভিডি লিস্ট
কেন আমাদের ডিভিডিই সেরা:
প্রতিটি ভিডিওর সাথে আছে প্রাকটিজ ফাইল ও আলোচিত ফাইল, এসাইনমেন্ট।
প্রতিটি ডিভিডির সাথে আছে সাপোর্ট গ্রুপ লিঙ্ক, যাতে কোন কিছু বুঝতে অসুবিধা হলে গ্রুপে আলোচনা করতে পারেন।
ডিভিডিতে ইন্টারএকটিভ মেনু করা আছে, যার ফলে ডিভিডি নিজেই ক্লাস বাই ক্লাস আপনাকে শিখতে সহায়তা করবে।
ক্লাসের পার্ট বাই পার্ট ভিডিও।
প্রতিটি ক্লাসের প্র্যাক্টিজ ফাইল ও প্রজেক্ট সমুহ।
ডিভিডি রয়েছে কোর্স এবং ক্লাসভিত্তিক প্রয়োজনীয় সফ্টওয়্যার ও টুলস।
কোর্স ভিত্তিক প্রয়োজনীয় থিম, টেমপ্লেট, ফ্রেমওয়ার্ক ও রিসোর্স।
ডিভিডিতে রয়েছে অতিরিক্ত ৬ টি ফ্রিল্যান্সিং ক্লাস।
প্রতিটি কোর্সের ডিভিডির ভেতর আলাদা আলাদা সাপোর্ট গ্রুপ লিঙ্ক যাতে ডিভিডি দেখে সমস্যায় পড়লে গ্রুপে সমাধান পান।
মডেল টেস্ট, মাসিক ২টি করে লাইভ ক্লাস।
অনলাইনে অর্ডার করতে
আপনার কাঙ্খিত ডিভিডিতে “ADD TO CART” বাটনে ক্লিক কর। এরপর “View Cart” এ ক্লিক কর। পরবর্তী পেইজে শিপিং চার্জসহ টাকার পরিমাণ দেখতে পাবেন।
Proccess to checkout এ ক্লিক কর।
আপনার নাম, ইমেইল, জেলা, ফোন নং লিখে নিচের দিকে I’ve read and accept the terms & conditions তে ক্লিক করে place order এ ক্লিক করলে অর্ডার সম্পন্ন হবে।
এরপর কিভাবে পেমেন্ট করবেন, তার বিস্তারিত পাবেন।
আপনার ইমেইলেও অর্ডারের বিস্তারিত চলে যাবে। পেমেন্ট করার পর আপনার ইমেইলে মানি রিসিট/ইনভয়েস চলে যাবে।
এরপর সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় ডিভিডি চলে যাবে।
মোবাইলে অর্ডার করতে:
প্রথমে ডিভিডি মূল্য +কুরিয়ার চার্জসহ আমাদের বিকাশ 01903574990 (Merchant) বা আমাদের রকেট নং 018428582585 (merchant) তে Payment কর। এরপর
আপনার নাম
মোবাইল নম্বর
ঠিকানাকোর্সের নাম / কোড
আপনার বিকাশ নং
লিখে আমাদের 01842858258 নাম্বারে SMS কর / কমেন্ট / ফেসবুকে ইনবক্স কর।
?? সর্বোচ্চ ৩ কর্মদিবসের মধ্যে আপনার ঠিকানায় ডিভিডি পৌঁছে যাবে।