📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

চতুর্দশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার

চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

  • সোমবার (২৩ এপ্রিল) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এতথ্য জানানো হয়। পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে মোট এক লাখ ৬৬ হাজার ৩১৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে স্কুল-২ পর্যায়ে ৬২৪, স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ এবং কলেজ পর্যায়ে তিন হাজার ৮৭৭ জনসহ মোট ১৯ হাজার ৮৬৩ প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ এর লিখিত পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়। যদিও এক প্রশ্নের জবাবে সোমবার দুপুরে নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান টেলিফোনে বলেছিলেন, আজ (সোমবার) নয়, চলতি সপ্তাহের যেকোনও দিন ফল প্রকাশ হবে। চেয়ারম্যানের মোবাইল 01715992277 ও 02-41030043। জানা যায়, নতুন বিধান অনুযায়ী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য উত্তীর্ণদের আর কোনো পরীক্ষায় বসতে হবে না। সরাসরি নিয়োগপত্র পেয়ে যোগদান করবেন। উল্লেখ্য, চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়-২ এ ২৩টি, স্কুল পর্যায়ে ২৩টি এবং কলেজ পর্যায়ে ৩৫টি সহ মোট ৮১টি বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে। পরীক্ষার ফলাফল http://www.ntrca.gov.bd  http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বিডি লিঃ থেকে SMS – এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে, সোমবার রাত পৌণে ৯টা পর্যন্ত কেউ ফল পাননি বলে জানা যায়। পরীক্ষার্থীরা মোবাইলে মেসেজও পাননি আবার নিবন্ধন কর্তৃপক্ষের ওয়েবসাইটেও ফল আপলোড করা হয়নি মর্মে একাধিক পাঠক টেফিফোনে জানান। গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল,সিলেট ও ময়মনসিংহ- এ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় এ লিখিত পরীক্ষা। গত বছরের ৩১শে অক্টোবর চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পাসের হার ছিলো ২৬ দশমিক ০২ শতাংশ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নেয়া এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জনসহ মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে স্কুল পর্যায়ে ১ লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হয়। নতুন বিধান অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসিএর। অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির হাতে।

আরো পড়ুন:

১৪তম শিক্ষক নিবন্ধন সাজেশন-২০১৭

 

   
   

0 responses on "চতুর্দশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved