
অনলাইনে সহজে চট্টগ্রাম বোর্ড এর ফলাফল জানার উপায়ঃ
অনলাইনে ফলাফল প্রকাশের পর সবাই www.educationboardresults.gov.bd সাইটে ফলাফল দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। ফলে ভিজিটর এর চাপ সামলাতে না পারায় ঐ সাইটে ঢুকে ফলাফল দেখা কঠিন পয়ে পড়ে। কিন্তু চট্টগ্রাম বোর্ড এর শিক্ষার্থীদের জন্য সুখবর হলো চট্টগ্রাম বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে একই সময় ফলাফল প্রকাশ করে থাকে। ফলে অনেকটা ঝামেলা ছাড়াই চট্টগ্রাম বোর্ড এর ফলাফল জানা যাবে। আপনাদের সুবিধার্থে এই পোস্টে চট্টগ্রাম বোর্ড এর ফলাফল দেখার ব্যবস্থা করে দিলামঃ
চট্টগ্রাম বোর্ড এর এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০১৭ দেখুন এখান থেকে
ফলাফল দেখতে নিচের বক্সে আপনার রোল নম্বর লিখুন…
অন্যান্য বোর্ড এর ফলাফল সহজে দেখার টিপস পাবেন এই লিঙ্কে।
মোবাইলে এসএমএস(SMS) এর মাধ্যমে ফলাফল জানার উপায়ঃ যে কোনো মোবাইল থেকে এসএমএস(SMS)ের মাধ্যমে চট্টগ্রাম বোর্ড এর ফল পেতে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর (CHI) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC CHI 123456 2017
পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।