কোন বিশ্ববিদ্যালয়ের ফরম তুলতে কত পয়েন্ট লাগে?

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় | আগামীকাল রোববার বেলা ১১টা থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন। আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া এবং ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় | বিগত বছরের মতো এবারও ৪টি ইউনিট ও ২টি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এবং ৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি। আবেদন ফি ৪৭৫ টাকা।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে কোন অনুষদ:

ক ইউটিনেট অনুষদ সমূহ:

এ ইউনিটে অধীনে রয়েছে চারটি (৪টি) অনুষদ।

যথা: 

  1. বিজ্ঞান অনুষদ
  2. জীববিজ্ঞান অনুষদ
  3. ইঞ্জিনিয়ারিং অনুষদ
  4. মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ।

খ ইউটিনেট অনুষদ সমূহ:

খ ইউনিটে শুধুমাত্র একটি অনুষদ থাকলেও বিভাগ রয়েছে ১৪টি

খ ইউনিটে অনুষদ হলো কলা ও মানববিদ্যা অনুষদ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় খ ইউনিটের কলা ও মানববিদ্যা অনুষদের বিভাগ সমূহ:

বি ইউনিট বা কলা ও মানববিদ্যা অনুষদে সর্বমোট ১৪টি বিভাগ রয়েছে

  1. অর্ন্তগত বিভাগ
  2. আরবি বিভাগ
  3. ইতিহাস বিভাগ
  4. ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
  5. ইসলামিক স্টাডিজ বিভাগ
  6. ইংরেজি বিভাগ
  7. বাংলা বিভাগ
  8. বাংলাদেশ স্টাডিজ বিভাগ
  9. দর্শন বিভাগ
  10. নাট্যকলা বিভাগ
  11. পালি বিভাগ
  12. ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ
  13. সঙ্গীত বিভাগ
  14. সংস্কৃত বিভাগ

গ ইউটিনেট অনুষদ সমূহ:

চবিতে সি ইউনিটে সর্বমোট বিভাগ রয়েছে ৬টি যথা: 

  1. একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
  2. ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
  3. ফাইন্যান্স বিভাগ
  4. মার্কেটিং বিভাগ
  5. ব্যাংকিং বিভাগ
  6. হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগ

ঘ ইউটিনেট অনুষদ সমূহ:

  1. যোগাযোগ ও সাংবাদিকতা
  2. অর্থনীতি বিভাগ
  3. রাজনীতি বিজ্ঞান বিভাগ
  4. সমাজতত্ত্ব বিভাগ
  5. লোক প্রশাসন বিভাগ
  6. নৃবিজ্ঞান বিভাগ
  7. আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

আরো পড়ুন:

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline