আবেদনের সময়সীমা:৬ অক্টোবর- ১৭ নভেম্বর। (টেলিটকে)
আবেদন ফি: ১০০০ টাকা
আবেদনের যোগ্যতা:
→২০১৩ বা ২০১৪ সালে অনুষ্ঠিত SSC
এবং ২০১৫ বা ২০১৬ সালে অনুষ্ঠিত
HSC পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র- ছাত্রীগণ আবেদন করতে পারবে।
→SSC ও HSC তে জিপিএ ৭.০০ থাকতে হবে এবং SSC ও HSC তে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতি:
→মোট নম্বরের মধ্যে MCQ পরীক্ষার জন্য ১০০ নম্বর এবং SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র যথাক্রমে ৮ ও ১২ গুণ অর্থাৎ SSC হতে ৪০ এবং HSC হতে ৬০ নম্বর যোগ করে সর্বমোট ২০০ নম্বরের
মধ্যে মেধা স্কোর নির্ধারণ করা হবে।
পরীক্ষার মানবন্টন:
✎ জীববিজ্ঞান- ৩০
✎ পদার্থ- ২০
✎ রসায়ন- ২০
✎ গণিত– ২০
✎ ইংরেজী– ১০
.
অন্যান্য তথ্য:
→ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
→নেগেটিভ মার্কিং নেই।
→ প্রবেশপত্র: ২২ নভেম্বর থেকে।
→ আসন ২৩০ (কোটা-১২)
পরীক্ষার তারিখ:
৩ ডিসেম্বর সকাল ১১ টা – ১২ টা।
ফলাফল: ৩ ডিসেম্বর বিকেল ৫টার পর।
বিস্তারিত http://cvasu.ac.bd/…/uplo…/academicnotice/sa1475041236eb.pdf
0 responses on "চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৬-১৭"