গ্রেনেড নিক্ষেপ প্রতিযোগিতা চীনা বিশ্ববিদ্যালয়ে

গ্রেনেড নিক্ষেপ প্রতিযোগিতা চীনা বিশ্ববিদ্যালয়ে

গ্রেনেড নিক্ষেপ প্রতিযোগিতা চীনা বিশ্ববিদ্যালয়ে।

চীনের একটি বিশ্ববিদ্যালয় তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবার অন্তর্ভুক্ত করেছে নতুন একটি খেলা, যার নাম গ্রেনেড নিক্ষেপ প্রতিযোগিতা।

চীনা একটি পত্রিকার খবর অনুযায়ী উত্তরাঞ্চলীয় একটি প্রদেশের নর্থ ইউনিভার্সিটি অফ চায়না এ উদ্যোগ নিয়েছে।

আগামী মাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে নতুন এ খেলাটি রাখা হচ্ছে যাতে ৫০০ গ্রাম ওজনের গ্রেনেড ছুঁড়ে মারবেন প্রতিযোগীরা।

লি জিয়ান শি নামে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জানান তারা লক্ষ্য করেছেন এক সময়ের জনপ্রিয় গোলক নিক্ষেপ প্রতিযোগিতার দিকে শিক্ষার্থীদের তেমন কোন আগ্রহ আর নেই।

এখন গ্রেনেড ছোঁড়া প্রতিযোগিতার ঘোষণা দেয়ার পর অনেকই আগ্রহী হয়ে তার নাম নিবন্ধন করেছে।

কেউ কেউ দেরীতে আসার কারণে নিজের নাম নিবন্ধন করাতে পারেনি, সেজন্য তাদের খুবই হতাশ মনে হয়েছে।

চীনা ওই পত্রিকাটি বলছে উ জিয়াংহ্যাং নামের একজন ছাত্রের কাছ থেকেই শুরুতে আইডিয়াটি এসেছিলো। সে নিজেই চিঠি লিখে এ ধরনের নতুন কার্যক্রমের প্রস্তাব দেয়।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline