গ্যাসীয়-বিনিময় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 694
6931. ফুসফুসের ভিতরের বায়ুচাপ বাইরের চেয়ে বেশি হলে-
- কার্বন ডাই-অক্সাইড বাইরে নির্গত হয়
- জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাইরে নির্গত হয়
- বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করে
A,B
6932. মানুষের ফুসফুস কয়টি?
- তিনটি
- চারটি
- দুইটি
- পাঁচটি
6933. আমাদের দেশের পুরুষদের ক্যান্সারে মৃত্যুর প্রধান করাণ কোনটি?
- লিভার ক্যান্সার
- মস্তিষ্কের ক্যান্সার
- ফুসফুসের ক্যান্সার
- রক্তের ক্যান্সার
6934. অক্সিহিমোগ্লোবিনে উপাদান-
- হিমোগ্লোবিন
- হাইড্রোজেন
- অক্সিজেন
A,B
6935. কোন রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি?
- হাঁপানী
- যক্ষ্মা
- ব্রংকাইটিস
- নিউমোনিয়া
6936. শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায়া ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
- অভিস্রবণ
- প্রস্বেদন
- ব্যাপন
- রস উত্তোলন
6937. স্বরযন্ত্রের দুই ধরনের দুটি পেশিকে কী বলে?
- অ্যালভিওলাস
- ভোকালকর্ড
- উপজিহ্বা
- আলজিহ্বা
6938. যক্ষ্মা রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার উপযু্ক্ত সময় কোনটি?
- জীবাণু দ্বারা লোহিত কণিকা পরাস্ত
- জীবাণু দ্বারা শ্বেতকণিকা পরাস্ত
- জীবাণু দ্বারা অণুচক্রিকা পরাস্ত
- জীবাণু দ্বারা লসিকা পরাস্ত
6939. শ্বাসকার্য পরিচালিত হয় কী ধরনের প্রভাবে?
- মানসিক উত্তেজনা
- দৈহিক উত্তেজনা
- স্নায়ুবিক উত্তেজনা
- স্নায়বিক কার্যক্রম
6940. ব্রঙ্কাইটিস প্রতিরোধ করা যায়-
- কুঅভ্যাস ত্যাগ করে
- মাথায় ঠান্ডা না লাগিয়ে
- ধুলাবালি ও ধোঁয়াবিহীন পরিবেশ করে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গ্যাসীয়-বিনিময় - এসএসসি-জীববিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 694"