গ্যাসীয়-বিনিময় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 701
7001. প্রক্রিয়াটি কাজে লাগে-
- উদ্ভিদের খাদ্য প্রস্তুত
- উদ্ভিদের শ্বসনে
- প্রাণিকুলের জীবনধারণে
A,C
7002. উদ্ভিদেহে অক্সিজেন কী কাজে লাগে?
- শ্বসনে
- প্রস্বেদনে
- গ্যাটেশনে
- ইমবাইবশনে
7003. শ্বাসনালির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
- খাদ্যনালির পেছনে একটি ফাঁপা নল
- দুটি বায়ুনলের সৃষ্টি করে
- শুধু পেশি দ্বারা গঠিত
- বহিঃগাত্র ঝিল্লি দ্বার আবৃত
7004. কার্বন ডাইঅক্সাইড কোন যৌগরূপে রক্তে বাহিত হয়?
- হিমোগ্লোবিন
- অক্সি-হিমোগ্লোবিন
- বাইকার্বনেট
- সোডিয়াম বাইকার্বনেট
7005. ধুমপানের কারণে যে সব রোগ হয়-
- যক্ষ্মা
- ব্রংকাইটিস
- ক্যান্সার
A,B,C
7006. বায়ুথলির অন্য নাম কী?
- স্বরথলি
- স্বরযন্ত্র
- অ্যালভিওলাস
- ফুসফুস
7007. ব্রংকাইটিসের লক্ষণ-
- বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়
- শক্ত খাবার খেতে পারে না
- কাশির সাতে অনেক সময় কফ বের হয়
A,B,C
7008. যক্ষ্মা রোগের লক্ষণ হলো-
- দেহের ওজন কমা
- বুকে বা পিঠে ব্যথা হওয়া
- খুসখুসে কাশি
A,B,C
7009. ফুসফুসে ক্যান্সার রোগের প্রতিকার হলো-
- রেডিয়েশনে থেরাপি প্রয়োগে করা
- কেমোথেরাপি প্রয়োগ করা
- ক্রায়োথেরাপি প্রয়োগ করা
A,B
7010. নাসিকার গহ্বরের আকার কেমন?
- গোলাকার
- ত্রিকোণাকার
- ডিম্বাকার
- দন্ডাকার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গ্যাসীয়-বিনিময় - এসএসসি-জীববিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 701"