গ্যাসীয় বিনিময় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 700
6991. শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
- অভিস্রবণ
- ব্যাপন
- প্রস্বেদন
- ইমবাইবিশন
6992. নিচের কোন রোগটি একবার হলে বার বরা হওয়ার সম্ভাবনা থাকে?
- হাঁপানী
- ব্রংকাইটিস
- যক্ষ্মা
- ক্যান্সার
6993. ফুসফুসের আলভিওলাস কোন ধরনের আবরণী দ্বারা গঠিত?
- পুরু
- দ্বিস্তরী
- পাতলা
- ত্রিস্তরী
6994. শ্বাসনালির ভিতরে আবৃত ঝিল্লীতে ব্যাকটেরিয়া সংক্রমণকে কী বলে?
- হাঁপানী
- ব্রংকাইটিস
- নিউমোনিয়া
- যক্ষ্মা
6995. দীর্ঘ দিনের সর্দি, কাশি ও হাঁচি থেকে স্থায়ীভাবে কোন রোগ সৃষ্টি হয়?
- অ্যাজমা
- যক্ষ্মা
- ক্যান্সার
- নিউমোনিয়া
6996. ডায়াফ্রাম দেখতে কেমন?
- প্যারাসুটের মতো
- প্রসারিত ছাতার মতো
- বৃত্তাকৃত
- মোচাকৃতি
6997. হাঁপানী রোগ দেখা দেয়-
- বছরের বিশেষ ঋতুতে
- ঋতু পরিবর্তনের সময়
- সমগ্র বছরব্যাপী
A,B
6998. স্বরযন্ত্রের অব্স্থান হলো-
- গলবিলের নিচে
- গলবিলের উপরে
- শ্বাসনালির উপরে
A,C
6999. E6 এবং E৭ জিনদ্বয় কোন রোগ সৃষ্টিতে সহায়তা করে?
- যক্ষ্মা
- ক্যানসার
- হাঁপানি
- নিউমোনিয়া
7000. কোন অঙ্গের ভূমিকায় আহার্য দ্রব্যাদি স্বরযন্ত্র প্রবেশ না করে সরাসরি খাদ্যনালিতে প্রবেশ করে?
- গলবিল
- ভোকাল কর্ড
- আলাজিহ্বা
- উপজিহ্বা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গ্যাসীয় বিনিময় - এসএসসি-জীববিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 700"