গৃহিনীদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সম্ভাবনা কেমন ?

বর্তমানে বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য সবথেকে জনপ্রিয় মাধ্যম হল ফ্রিল্যান্সিং৷ বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিশ্বজুড়ে খুব সুনামের সাথে কাজ করে যাচ্ছে ৷ বর্তমানে বাংলাদেশে যে হারে ফ্রিল্যান্সার বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ ফ্রিল্যান্সিং খাতে আরো শক্তিশালী হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না ৷ বর্তমানে বাংলাদেশের অসংখ্য ফ্রিল্যান্সার রয়েছে যারা বিভিন্ন রকম কাজ করে থাকে যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইথিক্যাল হ্যাকিং,পাইথন,এসইও অথোবা ডাটা এন্ট্রি ৷ বাংলাদেশ আজ একটি শক্তিশালী অবস্থান ধারণ করেছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ৷ বিশ্বের অন্যান্য সকল দেশের মতো বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আজ অতুলনীয় ভূমিকা রাখছে দেশের জিডিপিতে ৷

গৃহিনীদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সম্ভাবনা কেমন ? এক্ষেত্রে ফ্রিল্যান্সিং এ বাংলাদেশে মহিলারাও গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছেন তারা ঘরে বসে বাসার কাজের পাশাপাশি ফ্রীলেন্সিং করে টাকা ইনকাম করছেন । করোনা কালিন সময় গৃহিনীদের মধ্যে ফ্রিল্যান্সিং এর প্রবণতা সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে যা তাদের অনলাইন মার্কেট প্লেস এ শক্ত অবস্তান তৈরিতে সাহায্য করেছে। কারন তারা ঘরে বসে বিভিন্ন আইটি ট্রেনিং সেন্টার হতে ফ্রিল্যান্সিং ট্রেনিং নেওয়ার সুযোগ পেয়েছেন যা তাদের দক্ষ করে তুলতে সাহায্য করেছে। ইশিখন.কম সেরকমি একটি আইটি ট্রেনিং ইনস্টিটিউট। ইশিখনে রয়েছে ৩০+ চাহিদা সম্পন্ন ও জনপ্রিয় ফ্রিল্যান্সিং কোর্স।

ইশিখন.কম এ রয়েছে গৃহিনীদের জন্য বিশেষ সুবিধা। গৃহিনীরা ঘরে বসে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে ইশিখনে লাইভ কোর্স করে দক্ষতা অর্জন করতে পারছে। পরবর্তিতে এই দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে তারা ইনকাম করতে পারছে যা তাদের পারিবারিক কাজের পাশাপাশি বারতি ইনকামের সুযোগ করে দিচ্ছে। এছাড়াও ফ্রিল্যান্সিং এর পাশাপাশি দেশের বিভিন্ন আইটি কোম্পনিতে রয়েছে চাকরির সুযোগ।

👉কোন কোর্সটি করবেন বুঝতে পারছেন না? এই সেক্টরে একেবারেই নতুন? তাহলে নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের এক্সপার্টরা ফোনের মাধ্যমে কাউন্সিলিং করে সাজেশন দিবেন।
ফর্ম লিংক: https://cutt.ly/1AmjCj5

✍ ইশিখনের সফল শিক্ষার্থীদের একাংশ: https://www.facebook.com/hashtag/eshisuccessstory

☎ হেল্পলাইন : 09639 399399 (সকাল ১০টা থেকে রাত ১১টা)
Whatsapp/Imo: 8801948858258

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline