গতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2462
24611. কোনো রাশি যখন পরিমাপ করা হয় তখন –
- রাশির একটি মান থাকে
- মানকে প্রকাশ করার জন্য সংখ্যা ব্যবহৃত হয়
- মানকে প্রকাশ করার জন্য একটি একক ব্যবহৃত হয়
A,B,C
24612. কোনটি ভেক্টর রাশি?
- কাজ
- সময়
- দ্রুতি
- তড়িৎ তীব্রতা
24613. এক ব্যক্তি 7m ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ 1.5 পাক ঘুরলে তার সরণ কত?
- 0m
- 14m
- 44m
- 66m
24614. কোনটি দিক রাশি?
- ঘনত্ব
- চৌম্বক তীব্রতা
- শক্তি
- আপেক্ষিক গুরুত্ব
24615. কোথায় g- এর মান সবচেয়ে কম?
- মেরু অঞ্চলে
- পৃথিবীর কেন্দ্রে
- বিষুব অঞ্চলে
- ক্রান্তীয় অঞ্চলে
24616. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কয়ভাবে হতে পারে?
- দুই
- তিন
- চার
- পাঁচ
24617. একটি বস্তুকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তা 6 সেকেন্ডে ভূ-পৃষ্ঠে পতিত হবে?
- 19.6 ms-1
- 20.2 ms-1
- 25.0 ms-1
- 29.4 ms-1
24618. পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হতে পারে –
- দূরত্বে
- দিকে
- দূরত্বে ও দিকে
A,B,C
24619. কোন ধরনের গতিতে বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে?
- রৈখিক গতি
- স্পন্দন গতি
- ঘূর্ণন গতি
- চলন গতি
24620. 40m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূ-পৃষ্ঠকে আঘাত করবে? g=9.8 ms-2.
- 31.3 ms-1
- 28 ms-1
- 30 ms-1
- 35 ms-1
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গতি - এসএসসি-পদার্থ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2462"