গতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2474
24731. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- পর্যাবৃত্ত এক ঘরনের ঘূর্ণন গতি
- পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে গতিসম্পন্ন বস্তুটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে
- অতিক্রমের সময়কে কম্পাঙ্ক বলে
A,B
24732. পর্যাবৃত্ত গতিপথ হতে পারে –
- বৃত্তাকার
- উপবৃত্তাকার
- সরল রৈখিক
A,B,C
24733. সূর্যের গ্রহগুলো ঘুরে –
- পৃথিবীর চারপাশে
- চন্দ্রের চারপাশে
- সূর্যের চারপাশে
- ছায়াপথে
24734. নিচের কোনটি চলন গতির উদাহরণ?
- চলন্ত ট্রাকের গতি
- বৈদ্যুতিক পাখার গতি
- ঘড়ির কাঁটার গতি
- সরল দোলকের গতি
24735. g = GM/R2 সূত্রে R – কে কী বলা হয়?
- পৃথিবীর ভর
- চন্দ্রের ব্যাসার্ধ
- পৃথিবীর ব্যাস
- পৃথিবীর ব্যাসার্ধ
24736. দূরত্ব-সময় লেখ এর ক্ষেত্রে প্রযোজ্য হলো –
- কোনো বিন্দুতে ঢাল ঐ মুহূর্তের দ্রুতি নির্দেশ করে
- ঢাল সংখ্যাগতভাবে বস্তুর ত্বরণের সমান
- দ্রুতি যত বেশি হয় ঢাল তত খাড়া হয়
24737. কোনো গাড়ির বেগ 5 ms-1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10s পরে 45 ms-1 হয়। গাড়িটির ত্বরণ কত?
- 2 ms-1
- 3 ms-1
- 4 ms-1
- 5 ms-1
24738. আহিত কণাগুলো গতিশীল হলে কোন বলের সৃষ্টি হয় –
- তড়িৎ বল ও অভিকর্ষ বল
- তড়িৎ বল ও চৌম্বক বল
- চৌম্বক বল ও নিউক্লিয় বল
- অভিকর্ষ বল ও নিউক্লিয় বল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গতি - এসএসসি-পদার্থ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2474"