
গণহত্যা দিবস উপলক্ষ্যে আগামী ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্দালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণহত্যা দিবস পালন করা হবে।
একাত্তরের ২৫ মার্চ কালরাত্রি স্মরণে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে : ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় স্মৃতি চিরন্তন-এ মোমবাতি প্রজ্বলন, ৭টা ৫ মিনিটে ডকুমেন্টারি প্রদর্শন এবং ৭টা ২০ মিনিটে আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
এছাড়া, বাদ জোহর মসজিদুল জামিয়ায় ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত এবং বিশ্ববিদ্দালয় এলাকার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে । রাত ৯টা থেকে ১টা পর্যন্ত ২৫ মার্চ কালরাত স্মরণে জরুরি স্থাপনা ব্যতীত সকল জায়গায় ‘ব্লাক-আউট’ কর্মসূচী পালন করা হবে।