
গণশিক্ষা মন্ত্রী বলেছেন উন্নত শিক্ষা পেলে অটিস্টিক শিশুরাও সম্পদ হবে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, অটিস্টিক শিশুদের বিশেষ পদ্ধতিতে উন্নত শিক্ষার ব্যবস্থা করা গেলে তারা সম্পদে পরিণত হবে। তাই মূলধারার বিদ্যালয়গুলোতেই শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির নাট্যশালা প্লাজায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণশিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এ সভার আয়োজন করে।
সোয়াকের চেয়ারপারসন সুবর্ণা চাকমার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।
আরো পড়ুন: