
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা দান শুরু হচ্ছে সোমবার সকাল ১০টায়।
এ প্রক্রিয়া চলবে আগামী ২০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।
এছাড়া ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ (A), টি (T) অথবা পি (P) চিহ্নিত আবেদনপত্র জমা নেয়া হবে। ওইদিন বিকেল ৫টার মধ্যে টাকা জমা দিতে হবে।
আগামী ৮ অক্টোবর বিকেল ৫টায় প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের নামের তালিকা।
ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে।
শনিবার কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী http://www.admission.kuet.ac.bdওয়েবসাইটে পাওয়া যাবে। তাছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে [email protected] তে ই-মেইল করা যাবে।