খাদ্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 655
6541. গলগন্ড রোগ কয় ধরনের হয়ে থাকে?
- 2
- 3
- 4
- 6
6542. উদ্ভিদের কোন অংশে আমিষ বেশি থাকে?
- মূল ও পাতা
- কান্ড ও পাতা
- বীজ
- ফলের শস্য
6543. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
- হৃদপিন্ড
- যকৃত
- ফুসফুস
- অগ্ন্যাশয়
6544. খাদ্যের কাজ হলো –
- দেহের পুষ্টি সাধন ও ক্ষয়পূরণ
- রোগ প্রতিরোধক শক্তি তৈরি
- কর্মশক্তি ও তাপ উৎপাদন
A,B,C
6545. ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
- কলিজা
- মাংস
- দুধ
- আলু
6546. পিত্তরসের অন্যতম উপাদান কোনটি?
- গ্লিসারল
- ফ্যাটি এসিড
- পিত্ত লবণ
- গ্লুকোজ
6547. বাতাবী লেবু, কামরাঙা, কমলা ও আমড়ায় কোন ভিটামিন থাকে?
- ভিটামিন ‘এ’
- ভিটামিন ‘বি’
- ভিটামিন ‘সি’
- ভিটামিন ‘ডি’
6548. কোনটি ছাড়া উদ্ভিদের পুষ্টি একেবারেই অসম্ভব নয়?
- ম্যাঙ্গানিজ
- লৌহ
- ক্যালসিয়াম
- ফসফরাস
6549. পিত্তরস কোথায় জমা থাকে?
- যকৃতে
- পিত্তথলিতে
- ক্ষুদ্রান্ত্রে
- পাকস্থলীতে
6550. শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে কয়গুণ ক্যালরি থাকে?
- দ্বিগুণ
- তিনগুণ
- চারগুণ
- পাঁচগুণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "খাদ্য - এসএসসি-জীববিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 655"