খতিয়ান | এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 107
1061. লেনদেনগুলোকে কোথায় স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়?
- জাবেদায়
- খতিয়ানে
- রেওয়ামিলে
- আর্থিক বিবরণীতে
1062. হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট অর্থের পরিমাণ সমান হলে কোন ধরনের উদ্বৃত্ত হয়?
- ডেবিট
- ক্রেডিট
- শূন্য
- ডেবিট বা ক্রেডিট
1063. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করাকে কী বলে?
- সমাপ্তিকরণ
- সমষ্টিকরণ
- জের টানা
- সমান্তরালকরণ
1064. ব্যয় হিসাবের জের হতে পারে-
- ডেবিট
- ক্রেডিট
- শূন্য
- কোনটিই নয়
A,B
1065. একটি ব্যবসায়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়-
- আর্থিক বিবরণী থেকে
- খতিয়ান থেকে
- নগদান বই থেকে
- জাবেদা বই থেকে
1066. লেজ শব্দের অর্থ কী?
- কক্ষ
- নিজ
- প্রাথমিক বই
- তাক
1067. হিসাবের T ছকে প্রত্যেক দিকে কয়টি করে ঘর থাকে?
- তিনটি
- দুটি
- চারটি
- পাঁচটি
1068. একটি ব্যবসায়ের যাবতীয় হিসাব সংরক্ষণ করা হয়-
- জাবেদায়
- নগদান বইতে
- খতিয়ানে
- আর্থিক বিবরণীতে
1069. কোনো দেনাদার হতে কত টাকা পাওনা তা জানা যায় কোন খতিয়ানে লেখা হবে?
- সাধারণ খতিয়ান
- ক্রয় খতিয়ান
- সহকারী খতিয়ান
- দেনাদার খতিয়ান
1070. কোনো নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায় তাকে বলে-
- প্রারম্ভিক ব্যালেন্স
- সমাপ্তি ব্যালেন্স
- ডেবিট ব্যালেন্স
- ক্রেডিট ব্যালেন্স
খতিয়ান | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "'খতিয়ান' - এসএসসি হিসাববিজ্ঞান"