এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 461
4601. তানভীর সাহেব সপরিবারে ভারতে চলে যান। কৃষ্টি রীতিনীতির পার্থক্য থাকা সত্তেও তারা সেখানে সমাদৃত হয়। মধ্যযুগেও পৃথক শ্রেণির মুসলমানদের মধ্যে বিরোধ ছিল না। কারণ-
- প্রচুর অর্থসম্পত্তি থাকায়
- শাসকদের উদারতা
- শাসকদের পৃষ্ঠপোষকতা
B,C
4602. মধ্যযুগের হিন্দুদের নিকট কোনটি ছিল অত্যন্ত প্রিয়?
- গরম জল
- পুকুরের জল
- দিঘির জল
- গঙ্গার জল
4603. বাংলায় মুঘল শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য ছিল-
- নির্মাণশৈলীর পৃষ্ঠপোষকতা
- স্থাপত্যশিল্পের বিকাশ
- লালবাগ কেল্লা নির্মাণ
A,B,C
4604. মধ্য যুগে ধর্মপ্রাণ হিন্দুদের নিকট অত্যন্ত পবিত্র ছিল-
- ব্রহ্মপুত্রের জল
- ভাগীরথীর জল
- গঙ্গার জল
- যমুনার জল
4605. মুসলমান যুগে প্রতিবেশী আরাকারেনর বাংলা সাহিত্যের প্রসার ঘটে। এর যথার্থ কারণ কী?
- সাংস্কৃতিক কারণ
- রাজনৈতিক কারণ
- অর্থনৈতিক কারণ
- সামাজিক কারণ
4606. মধ্যযুগে বাংলায় মুসলমান সমাজব্যবস্থায় কয়টি শ্রেণির অস্তিত্ব ছিল?
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
4607. ধর্ম-কর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?
- ব্রাহ্মণ
- কায়স্থ
- বৈশ্য
- শূদ্র
4608. মধ্যযুগে বাংলায় হিন্দু সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
- নারীদের সমান অধিকার
- নারীদের প্রতি উদার মনোভাব
- স্বামীভক্তি
- নারীদের ইচ্ছায় স্বাধীনতা
4609. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে এক বর্ণের সাথে অন্য বর্ণের বিবাহ নিষিদ্ধ ছিল-
- বর্ণপ্রথা কঠোরভাবে পালনের কারণে
- জাতিভেদ প্রথার কারণে
- অর্থের তারতম্যের কারণে
A,B
4610. মধ্যযুগে বাংলার মসলিন কাপড়ের অন্যতম বাজার ছিল কোথায়?
- ইউরোপে
- আফ্রিকায়
- আমেরিকায়
- অস্ট্রেলিয়ায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 461"