
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের (সিসিপিসি) চতুর্থ পুনর্মিলনী শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার।বিশেষ অতিথি থাকবেন সিসিপিসির পরিচালনা পর্ষদের সেক্রেটারি বি. জেনারেল এএফ জগলুল আহমেদ।
অনুষ্ঠানে থাকবে শোভাযাত্রা, স্মৃতিচারণ, বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সাবেক শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, মীরাক্কেল খ্যাত আরমানের কৌতুক, শিল্পী আনিকা, ব্যান্ডদল ‘বে অব বেঙ্গলে’ এবং ‘এলআরবি’র পরিবেশনা ইত্যাদি।
সোমবার (১২ই ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সিসিপিসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিসিপিসি সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, সহসভাপতি চৌধুরী রিয়াদ, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর জনি, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী দাউদ রায়হান, কোষাধ্যক্ষ মো. জামিল হানিফ, সাংগঠনিক সম্পাদক মো. গালিব, প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম, মহিলা সম্পাদিকা তাসমিন ফারহানাজ, সমাজকল্যাণ সম্পাদক আমির মোহাম্মদ মনোয়ার হোসাইন, ক্রীড়া সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী, সহকারী তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ইশতিয়াক নবী, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য রইসুল উদ্দিন সৈকত প্রমুখ।
আরো পড়ুন:
নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে