কোষ-বিভাজন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 635
6341.কোষ বিভাজন | জাইগোট বারবার বিবাজিত হয়ে কি উৎপন্ন হয়?
- শুক্রাণু
- ডিম্বাণু
- অসংখ্য কোষ
- অপত্য কোষ
A,B
6342. মাইটোসিস কোষ বিভাজন ঘটে –
- প্রাণীর দেহকোষে
- প্রাণীর জননকোষে
- উদ্ভিদ দেহকোষে
6343. বহুকোষী জীব কোন কোষ হতে জীবন শুরু করে?
- জাইগোট
- নিষেক
- হ্যাপ্লয়েড
- ডিপ্লয়েড
6344. অ্যাস্টার-রে কোষ বিভাজনের কোন ধাপে বিচ্ছুরিত হয়?
- প্রোফেজ
- প্রো-মেটাফেজ
- মেটাফেজ
- অ্যানাফেজ
6345. জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন ধরনের বিভাজন ঘটে?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- অনিয়ন্ত্রিত মাইটোসিস
- মিয়োসিস
A,B
6346. আন্তর্জাতিক অর্থায়নের জন্যে বিচার-বিশ্লেষণ করা হয়-
- আমদানি খাত
- প্রাকৃতিক সম্পদ
- রপ্তানি খাত
6347. মাইটোসিস বিভাজন কোথায় ঘটে?
- জাইগোটে
- সাইটোপ্লাজমে
- মাইটোকন্ড্রিয়ায়
- জীবের কোষে
6348. মাইটোসিস কতটি ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়?
- দুটি
- তিনটি
- পাঁচটি
- ছয়টি
6349. অনিয়ন্ত্রিত মাইটোসিস কী সৃষ্টি করে?
- ক্যান্সার
- আলসার
- ডায়াবেটিস
- যক্ষ্মা
6350. গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
- অ্যামাইটোসিস
- মিয়োসিস
- মাইটোসিস
- দ্বিবিভাজন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কোষ বিভাজন জীববিজ্ঞান মডেল টেস্ট 635"