কোষ বিভাজন | কোষ-বিভাজন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 631
6301. মাইটোসিসে কোন প্রক্রিয়ায় প্রকৃত কোষের বিভাজন ঘটে?
- সরাসরি
- প্রত্যক্ষ প্রক্রিয়ায়
- একটি ধারাবাহিক প্রক্রিয়ায়
- বিশেষ প্রক্রিয়ায়
6302. টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে কোন অঙ্গাণুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়?
- প্রোফেজ
- মেটাফেজ
- এনাফেজ
- টেলোফেজ
A,B
6303. মাইটোসিস ঘটে –
- প্রাণীর দেহ কোষে
- উদ্ভিদের ভাজক টিস্যুতে
- উদ্ভিদের সকল টিস্যুতে
6304. কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়?
- প্রোফেজ
- মেটাফেজ
- এনাফেজ
- টেলোফেজ
6305. মিয়োসিস বিভাজনের সময় কোষ পরপর কতবার বিভাজিত হয়?
- 2
- 3
- 4
- 5
6306. যে সব জীবকোষের আয়ুষ্কাল নির্দিষ্ট তারা বিনষ্ট হলে কোন ধরনের কোষবিভাজন দ্বারা তা পূরণ হয়?
- মাইটোসিস
- অ্যামাইটোসিস
- মিয়োসিস
- অনিয়ন্ত্রিত মাইটোসিস
6307. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয় কোন ধানে?
- প্রোফেজ
- মেটাফেজ
- টেলোফেজ
- অ্যানাফেজ
6308. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি?
- ইন্টারফেজ
- প্রোফেজ
- প্রো-মেটাফেজ
- মেটাফেজ
6309. অপত্য কোষ গঠন ও গুণাগুণ মাতৃকোষানুরূপ হয় কোন বিভাজনের মাধ্যমে?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- দ্বিবিভাজন
6310. জীব দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- সবগুলো
কোষ বিভাজন | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কোষ বিভাজন এসএসসি জীববিজ্ঞান"