কোষ-বিভাজন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 636
6351. জিনের আদান-প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- দ্বিবিভাজন
A,B
6352. টেলোফেজের ক্ষেত্রে বলা যায় –
- এটি মাইটোসিসের শেষ পর্যায়
- এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে
- নিউক্লিয়াসের পুন:আবির্ভাব ঘটে
A,B
6353. প্রোফেজের বৈশিষ্ট্য হলো –
- নিউক্লিয়াস আকারে বড় হয়
- ক্রোমোজোমের পানি হ্রাস পায়
- ক্রোমোজোমে ক্রোমাটিতে ভাগ হয়
A,B
6354. জীবদেহের বৃদ্ধির পাশাপাশি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে –
- ভ্রুণের পরিস্ফুটন
- জীবদেহের ক্ষয়পূরণ
- প্রজনন
6355. কোম্পানিসমূহ ডিবেঞ্চারহোল্ডাদের নির্দিষ্ট হারে কী প্রদান করে?
- সম্পদ
- সুদ
- লভ্যাংশ
- বন্ড
6356. মিয়োসিস প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষের সংখ্যা কয়টি?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
A,B
6357. প্রো-মেটাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকলে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে তা হলো-
- আকর্ষণ তন্তু
- Traction fibre
- ক্রোমোজোমাল তন্তু
A,B
6358. অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে –
- ব্যাকটেরিয়া
- ঈস্ট
- বটগাছ
6359. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলি V. L. J বা I এর মতো আকার ধারণ করে?
- মেটাফেজ
- এনাফেজ
- প্রোফেজ
- টেলোফেজ
6360. যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বানু মিলিত হয়ে কি তৈরি হয়?
- জীবদেহ
- জাইগোট
- কোষদেহ
- সজীব কোষ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কোষ-বিভাজন - এসএসসি-জীববিজ্ঞান-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 636"