কোষ-বিভাজন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 398
3971. মিয়োসিস কোষ বিভাজনের বেলায় ঘটে –
- অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়
- বিভাজন শেষে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
- অপত্য কোষের গুণাগুণ মাতৃকোষের অনুরূপ
A,B
3972. দুইটি ননসিস্টার ক্রোমাটিডের ক্রস (x) আকৃতির জোড়াস্থলকে কী বলে?
- বাইভ্যালেন্ট
- ক্রসিংওভার
- কায়াজমা
- সিন্যাপস
3973. যেসব উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস উৎপন্ন হয় তাদের কোষকে কি বলে?
- পিনোসাইটিক
- সিনোসাইটিক
- ইনোসাইটিক
- ডাইনিউক্লিক
3974. Walter Flemm1ng কত সালে প্রথম কোষ বিভাজন লক্ষ করেন?
- 1880
- 1882
- 1884
- 1886
3975. কোষচক্র প্রবর্তিত হয় কত সালে?
- 1953
- 1963
- 1935
- 1955
3976. এনাফেজ দশায় ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়?
- মেটাসেন্ট্রিক
- সাবমেটাসেন্ট্রিক
- অ্যাক্রোসেন্ট্রিক
- টেলোসেন্ট্রিক
3977. মাইটোসিস কোষ বিভাজনের স্বল্পস্থায়ী পর্যায় কোনটি?
- প্রোফেজ
- প্রো-মেটাফেজ
- মেটাফেজ
- টেলোফেজ
3978. কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?
- প্রোফেজ
- মেটাফেজ
- এনাফেজ
- টেলোফেজ
3979. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে ২ বিঘা জমিতে উন্নত জাতের গম চাষ করা হলো। সঠিক তত্ত্বাবধানের ফলে তা থেকে প্রচুর গম পাওয়া গেল।প্রশ্নে উল্লেখিত জাতের গমের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে কোনটি?
- অ্যামাইটোসিস
- জনুক্রম
- মিয়োসিস
- মাইটোসিস
3980. অনুচ্ছেদটিতে বর্ণিত স্বাস্থ্যবান গাছের প্রাপ্তিতে ভূমিকা রেখেছে-
- মাইটোসিস প্রক্রিয়া
- সুস্পষ্ট জনুক্রম
- অ্যামাইটোসিস প্রক্রিয়া
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কোষ-বিভাজন - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 398"