কোষ-বিভাজন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 397
3961. একটি ডিপ্লয়েড কোষে মিয়োসিস কতবার ঘটতে পারে?
- ১ বার
- ২ বার
- ৩ বার
- ৪ বার
3962. ক্রসিংওভার কে আবিষ্কার করেন?
- T.H. Morgan
- Walter Flemm1ng
- Bovery
- Strasburger
3963. ক্রোমোসোমগুলো সেন্টোমিয়ার ছাড়া অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে কী গঠন করে?
- ক্রোমোমিয়ার
- স্পিন্ডল যন্ত্র
- ক্রোমাটিড
- আকর্ষণ তন্তু
3964. কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় কি ঘটে?
- মাকুযন্ত্র তৈরি হয়
- সাইটোকাইনেসিস ঘটে
- সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়
- প্রোটিন ও DNA-র সংশ্লেষ ঘটে
3965. অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হলো-
- টিউমার
- যক্ষ্মা
- ক্যান্সার
A,C
3966. কোষ প্রস্তুতির বিরাম-১ উপপর্যায়ে-
- বিভিন্ন প্রোটিন ও RNA সংশোষিত হয়
- DNA অনুলিপন হয়
- ৩০-৪০% সময় ব্যয় হয়
A,C
3967. ক্রোমোজোমগুলোকে ইংরেজী বর্ণমালার V, L, J ও 1 অক্ষরের মতো দেখায় মাইটোসিসের –
- প্রোফেজ দশায়
- অ্যানাফেজ দশায়
- টেলোফেজ দশায়
- মেটাফেজ দশায়
3968. অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে-
- ঈস্ট জাতীয় ছত্রাকে
- মাছের দেহকোষে
- মেরুদন্ডী প্রাণীর ভ্রূণপর্দায়
A,C
3969. মেটাসেন্ট্রিক প্রোফেজের আকৃতি –
- V
- L
- J
- 1
3970. যৌন জননশীল জীবের ভিন্ন গ্যামিটদ্বয় মিলিত হয়ে কী ধরনের জাইগোট গঠন করে?
- হ্যাপ্লয়েড
- ডিপ্লয়েড
- ট্রিপ্লয়েড
- টেট্রাপ্লয়েড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কোষ-বিভাজন - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 397"