কোষ-বিভাজন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 394
3931. কোন টিস্যুর কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়?
- ভাজক টিস্যু
- স্থায়ী টিস্যু
- ক্ষরণকারী টিস্যু
- সবগুলো
3932. অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনে-
- নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়
- কোষের মধ্যভাগে চক্রাকার গর্ত হয়ে দুটি অপত্যকোষের সৃষ্টি হয়
- সৃষ্ট অপত্য কোষে দুটি মাতৃকোষের অনুরূপ
A,B,C
3933. কোন বিভাজনটি মাইটোসিসের অনুরূপ?
- মিয়োসিস – ১
- মিয়োসিস – ২
- প্রোফেজ – ২
- কোনটিই নয়
3934. কোন বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে?
- মাইটোসিস
- অ্যামাইটোসিস
- মিয়োসিস
- ক্যারিওকাইনেসিস
3935. মিয়োসিস বিভাজনের বৈশিষ্ট্য –
- বাইভ্যালেন্ট সৃষ্টি হয়
- জীবের অভিব্যক্তি ঘটে
- হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়
A,B,C
3936. অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কোন রোগ সৃষ্টি হয়?
- জন্ডিস
- টিউমার
- থ্যালাসেমিয়া
- পালমোনারি ডিজিস
3937. নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে নিউক্লিওপর্দার পুন:আবির্ভাব ঘটে কোন ধাপে?
- প্রোফেজ
- অ্যানাফেজ
- টেলোফেজ
- মেটাফেজ
3938. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুব অঞ্চলে অবস্থান করে কোন ধাপে?
- মেটাফেজ
- এনাফেজ
- টেলোফেজ
- প্রোফেজ
3939. বাইভ্যালেন্ট থেকে উদ্ভুত চারটি ক্রোমাটিডকে একত্রে কী বলে?
- কোমোমিয়ার
- টেট্রাড
- সিন্যাপসিস
- কায়াজমা
3940. কোন কোষ বিভাজনকে বিয়োজন বিভাজন বলে?
- মাইটোসিস
- অ্যামাইটোসিস
- সাইটোকাইনেসিস
- মিয়োসিস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কোষ-বিভাজন - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 394"