কোষ-ও-এর-গঠন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 363
3621. কোনটি বার্তাবহ RNA?
- mRNA
- gRNA
- tRNA
- M1nor RNA
3622. লাইসোজোমকে কোষের ‘সুইসাইড স্কোয়াড’ বলার কারণ –
- আমিষ সংশ্লেষণ
- অটোফ্যাগি প্রক্রিয়া
- স্নেহজাতীয় পদার্থের বিপাক
- পিনোফ্যাগি প্রক্রিয়া
3623. প্রাথমিক কোষপ্রাচীরের নির্মাণ উপাদান –
- সেলুলোজ
- হেমিসেলুলোজ
- পেকটিক পদার্থ
A,B,C
3624. সুমন একটি জীববিজ্ঞান সেমিনারে গিয়ে জানলো যে জীবদেহের গাঠনিক একক কোষ যেটি জেলির ন্যায় জীবন্ত বস্তু দ্বারা গঠিত এবং জীবদেহ ভেদে এর অঙ্গাণুসমূহ বিভিন্ন রকমের হয়ে থাকে।বর্ণিত জীবন্ত বস্তুটি কী দ্বারা গঠিত?
- ৭০-৮০% জৈব পদার্থ
- ৭০-৯০% পানি
- ৮০-৯০% আমিষ
- ৮০-৯০% ধাতব
3625. বস্তুটি-
- কৃত্রিম উপায়ে সংশ্লেষণ সম্ভব নয়
- প্লাজমাজিল্লী ও নিউক্লিয়াসে বিভক্তশর্করা
- আমিষ
- পানি ইত্যাদি দ্বারা গঠিত”;}}
A,C
3626. প্রোটোপ্লাজমের কত শতাংশ পানি?
- ২০-৪০%
- ৩০-৬০%
- ৫০০-৭০%
- ৭০-৯০%
3627. DNA এর যে সব নিউক্লিওটাইড কোডন গঠন করে না তাদের কি বলে?
- ইন্ট্রন
- রেকন
- গ্লাইকোজেন
- সিস্ট্রন
3628. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কত গ্রাম DNA পাওয়া যায়?
- 10
- 50
- 75
- 100
3629. কোনটি সমাপ্তি কোডন?
- UGAC
- UAU
- AGU
- UAG
3630. উদ্ভিদের পরাগয়নে সাহায্য করে কোনটি?
- ক্লোরোপ্লাস্ট
- ক্রোমোপ্লাস্ট
- লিউকোপ্লাস্ট
- ইয়ালোপ্লাস্ট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কোষ-ও-এর-গঠন - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 363"