কোন জেলা কি উত্পাদনে বিখ্যাত
“© বাংলাদেশ সবচেয়ে বেশি ধান
উৎপাদন হয়
ময়মনসিংহ জেলায়।
–
© গম বেশি উৎপাদিত হয়….রংপুর
জেলায়।
–
© তামাক সবচেয়ে বেশি উৎপাদিত
হয়…রংপুর জেলায়।
–
© পাট সবচেয়ে বেশি উৎপাদিত
হয়….ফরিদপুর জেলায়।
–
© আলু বেশি উৎপাদিত হয়…মুন্সিগঞ্জ
জেলায়।
–
© সবচেয়ে বেশি আম উৎপাদিত হয়…
চাপাইনবাবগঞ্জ জেলায়।
–
© চা সবচেয়ে বেশি উৎপাদিত
হয়…মৌলভিবাজার জেলায়।
–
© তুলা সবচেয়ে বেশি উৎপন্ন
হয়…যশোর জেলায়।
–
© আনারস সবচেয়ে বেশি উৎপাদিত
হয় সিলেট জেলায়।
–
© লিচু সবচেয়ে বেশি উৎপাদিত হয়
দিনাজপুরে।
–
© আখ সবচেয়ে বেশি উৎপাদিত হয়
নাটোরে।
–
© কলা সবচেয়ে বেশি উৎপাদিত হয়
বগুড়ায়।
–
© লবন সবচেয়ে বেশি উৎপাদিত হয়
কক্সবাজারে।”
আরও পড়ুনঃ
এক নজরে বিভিন্ন জেলার বিখ্যাত খাবার ও বস্তুর নাম
ছুটিতে ঘুরতে যাবেন? দেখে নিন বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলো
দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ী মোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
0 responses on "কোন জেলা কি উত্পাদনে বিখ্যাত?"