
কোটা বহালের দাবিতে বিক্ষোভ স্মারকলিপি বিভিন্ন জেলায়।
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বহাল রাখার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনসহ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা। গতকাল বুধবার সিলেট ও জয়পুরহাটে স্মারকলিপি দেওয়া এবং নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল করা হয়।
দুপুরে সিলেটের বিয়ানীবাজার ইউএনও কাজী আরিফুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, আবদুল কাদির, আতিক হোসেন, মুছব্বির আলী, তুতিউর রহমান, পৌর মেয়র আবদুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহমদ হোসেন বাবুল, কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ ছয়ফুল ইসলাম ঝুনু, প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন প্রমুখ।
এদিকে জয়পুরহাট জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন। তারা বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্তকে বানচাল করতে কতিপয় স্বার্থান্বেষী মহল কোটা ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যা তারা মেনে নিতে পারছেন না। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, সদর মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার আলী, আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবিবুর রহমান, কালাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম, জাকারিয়া মন্টু, মজিবুল হক মজনু প্রমুখ।
এ ছাড়া নেত্রকোনার মদনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ফের সেখানে এসে সমাবেশ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুল কদ্দুছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, পৌর কমান্ডার একেএম সামছুল ইসলাম খসরু, মুক্তিযোদ্ধা আবদুর রহিম, প্রজন্ম লীগের উপজেলা সদস্য সচিব সাজেদুল করিম সাজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পৌর আহ্বায়ক উজ্জ্বল রহিম, সদস্য রুহুল আমিন সাগর প্রমুখ।
আরো পড়ুন: