
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটাব্যবস্থা সংস্কারের দাবি আন্দোলনকে কেন্দ্র করে যারা ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলাকারীরা ছাত্র কিনা সন্দেহ রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার কাজ চলছে। চিহ্নিত করার পর অবশ্যই মামলা হবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এ ধরনের হামলা কখনোই ছাত্র সমাজের হতে পারে না। এখানে কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে।
এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এক্ষেত্রে ইমরান এইচ সরকার ছাড়া অন্য কেউ জড়িত আছে কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
গত রোববার (৮ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর এই গুজব ছড়ানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে ব্যাপক হামলা হয়। হামলাকারীরা বাসভবনের দুটি গাড়ি ছাড়াও ভবনের ভেতর থেকে আসবাবপত্র বের করে এনে আগুন ধরিয়ে দেয়।
আরো পড়ুন:
কোটা সংস্কারের দাবিতে আবারো আন্দোলন শুরু