পদ শূন্য থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নয়টি প্রশাসনিক পদে রদবদল হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলের আবাসিক শিক্ষক এবং সহকারী প্রক্টরসহ নয়টি প্রশাসনিক পদে রদবদল হয়েছে।
বুধবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে দশ প্রশাসনিক পদে রদবদলের তথ্য জানা যায়।
এতে কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুময়ান কাইসার,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক পদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন,
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ,
লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. নাহিদুল ইসলাম,
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষক পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান,
বাংলা বিভাগের প্রভাষক জনাব নাহিদা বেগম এবং সহকারী প্রক্টর পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন ও বাংলা বিভাগের প্রভাষক কামরুন নাহারকে নিয়োগ প্রদান করা হয়।
সকল নিয়োগ প্রাপ্তরা তাদের যোগদানের তারিখ হতে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, উক্ত পদগুলোতে আগে কর্মরত শিক্ষকদের মেয়াদ সম্পন্ন হওয়ায় এবং অন্য পদে নিয়োগ প্রদানের কারণে পদগুলো শূন্য ছিল।
আরো পড়ুন:
0 responses on "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নয়টি প্রশাসনিক পদে রদবদল হয়েছে"