- শিক্ষার্থী হওয়ার জন্য প্রথমে আপনাকে ইশিখন.কম এ সাইনআপ করে একাউন্ট করতে হবে। একাউন্ট করা মানেই হল, আপনি ইশিখন.কম এ ভর্তি হওয়া, এজন্য কোন টাকা প্রয়োজন নেই। (কিভাবে সাইনআপ করবেন? দেখুন এখানে)
- সাইনআপ করার পর ../all-courses/ থেকে আপনার পছন্দের কোর্সটিতে ক্লিক কর কিংবা খোঁজ এর ঘরে বাংলায় (ইংরেজীতেও আসতে পারে) আপনার কাঙ্খিত কোর্সের নাম লিখে খোঁজ কর
- আপনাকে উক্ত কোর্স পেইজ দেখতে পাবেন। উক্ত পেইজে কোর্সের ফি/মুল্য, কোর্সের সময়, সিলেবাস, কে করাচ্চেন, কতদিন লাগবে, কোর্সটি করতে কি কি সফ্টওয়্যার লাগবে, কতদিনে শেষ হবে। ইত্যাদি বিস্তারিত দেখতে পাবেন।
- কোর্সে ভর্তি হতে উক্ত পেইজের উপরে ডানদিকে সবুজ রংয়ের “এই কোর্সটি কর” নামে একটি বাটন পাবেন।
- উক্ত বাটনে ক্লিক কর এরপর কোর্সটি ফ্রি হলে সরাসরি কোর্স শুরু করতে পারবেন। আর পেইড কোর্স হলে আপনাকে চেকআউট পেইজে নিয়ে যাবে।
- উক্ত পেইজে আপনার নাম দিন, নিচ থেকে আপনি যে মাধ্যমে টাকা পাঠাবেন, উক্ত তথ্য দিন, বিকাশে কিংবা ডাচ-বাংলা মোবাইলের জন্য মোবাইল ব্যাংকি এ ক্লি কর
- এরপর নিচ থেকে “আমি শর্তাবলী ও পরিস্থিতি পড়েছি এবং মেনে নিচ্ছি” তে টিক দিয়ে, “অর্ডার পাঠান” এ ক্লি কর
- এরপর আপনার কোর্সটি অর্ডার হয়ে গেছে, উক্ত পেইজে আপনি কিভাবে বিকাশ করবেন, তার বিস্তারিত পাবেন। তবুও আপনাদের সুবিধার জন্য ঔই লেখাটি এখানে তুলে দিলাম
“নিচে আমাদের বিকাশ নাম্বারসমুহ দেওয়া আছে, অর্ডার করার পর আপনার নিজের কিংবা বিকাশের দোকান থেকে মোট টাকা বিকাশ কর বিকাশ করার সময় অপশন ১ থেকে 1. Send Money তে গিয়ে আমাদের বিকাশ নাম্বার সমুহের যেকোন একটি নাম্বার দিন। এরপর Reference এর ঘরে আপনার অর্ডার নাম্বার লিখুন: উপরে প্রথমেই Order Number: নামে অর্ডার নাম্বার দেওয়া আছে, যেমন: 3010, এই সংখ্যাটি Reference ঘরে লিখুন। তাহলেই আমরা বুঝবো, এটা আপনার পেমেন্ট।
ইশিখন পেমেন্ট এর সকল নাম্বার পার্সোনাল। আমাদের যেহেতু দৈনিক প্রচুর অর্ডার হয়, তাই বিকাশ নাম্বারগুলোর যদি প্রথমটাতে না পাঠানো সম্ভব হয়, তবে দ্বিতীয় নাম্বার অথবা পরবর্তী নাম্বারগুলো চেষ্টা করবেন।“
বিকাশ নাম্বারসমুহ: 01948858258,01842858258,01960991073,01679824195
আপনার কোর্স অর্ডার করার পর, মেইলে উক্ত অর্ডারের বিস্তারিত চলে যাবে। এরপর আপনি বিকাশ করার পর উক্ত কোর্সে ঢুকতে পারবেন এবং আপনার ইমেইলে ইনভয়েচ চলে যাবে।
0 responses on "কিভাবে শিক্ষার্থী হবেন বা কোর্সে ভর্তি হবেন।"