ডিভিডি অর্ডার কোর্সের মতই। তবে ডিভিডি অর্ডার করার জন্য আপনার ইশিখন.কম এ একাউন্ট না থাকলেও সমস্যা নেই। প্রতিটি টিউটোরিয়াল ডিভিডি র লিস্ট আমাদের টিউটোরিয়াল ডিভিডি পাতায় মুল্যসহ দেওয়া রয়েছে।
- টিউটোরিয়াল অর্ডার করতে উক্ত টিউটোরিয়ালে ক্লিক কর এবং “কার্টে যোগ কর” এ ক্লিক কর
- আপনি চাইলে একাধিক ডিভিডি একসাথে অর্ডার করতে পারেন, এজন্য যতগুলো ডিভিডি অর্ডার করবেন, উক্ত ডিভিডি তে গিয়ে একইভাবে “কার্টে যোগ কর” এ ক্লিক করবেন।
- পরের পেইজে আপনার অর্ডারের ডেলিভারী চার্জসহ মোট টাকার পরিমাণ দেখবেন।
- এবারে একদম নিচে ডানপাশে “চেকআউট করতে এগিয়ে যান” বাটনে ক্লিক কর
- পরবর্তী পেইজে নাম নাম, ঠিকানা, ফোন নং ইত্যাদি দিন। *(স্টার) দেওয়া ঘরগুলো পুরণ না করলে ভুল দেখাবে। অন্যগুলো খালি রাখলেও সমস্যা নেই। শহরের ঘরে, আপনার থানার নাম দিন।
- নিচ থেকে আপনি যে মাধ্যমে টাকা পাঠাবেন, উক্ত তথ্য দিন, বিকাশে কিংবা ডাচ-বাংলা মোবাইলের জন্য মোবাইল ব্যাংকি এ ক্লি কর
- এরপর নিচ থেকে “আমি শর্তাবলী ও পরিস্থিতি পড়েছি এবং মেনে নিচ্ছি” তে টিক দিয়ে, “অর্ডার পাঠান” এ ক্লি কর
- এরপর আপনার ডিভিডি অর্ডার হয়ে গেছে, উক্ত পেইজে আপনি কিভাবে বিকাশ করবেন, তার বিস্তারিত পাবেন। তবুও আপনাদের সুবিধার জন্য ঔই লেখাটি এখানে তুলে দিলাম
- “নিচে আমাদের বিকাশ নাম্বারসমুহ দেওয়া আছে, অর্ডার করার পর আপনার নিজের কিংবা বিকাশের দোকান থেকে মোট টাকা বিকাশ কর বিকাশ করার সময় অপশন ১ থেকে 1. Send Money তে গিয়ে আমাদের বিকাশ নাম্বার সমুহের যেকোন একটি নাম্বার দিন। এরপর Reference এর ঘরে আপনার অর্ডার নাম্বার লিখুন: উপরে প্রথমেই Order Number: নামে অর্ডার নাম্বার দেওয়া আছে, যেমন: 3010, এই সংখ্যাটি Reference ঘরে লিখুন। তাহলেই আমরা বুঝবো, এটা আপনার পেমেন্ট।
ইশিখন পেমেন্ট এর সকল নাম্বার পার্সোনাল। আমাদের যেহেতু দৈনিক প্রচুর অর্ডার হয়, তাই বিকাশ নাম্বারগুলোর যদি প্রথমটাতে না পাঠানো সম্ভব হয়, তবে দ্বিতীয় নাম্বার অথবা পরবর্তী নাম্বারগুলো চেষ্টা করবেন।“
বিকাশ নাম্বারসমুহ: 01948858258,01842858258,01960991073,01679824195।
আপনার ডিভিডি অর্ডার করার পর, মেইলে উক্ত অর্ডারের বিস্তারিত চলে যাবে। এরপর আপনি বিকাশ করার পর উক্ত কোর্সে ঢুকতে পারবেন এবং আপনার ইমেইলে ইনভয়েচ চলে যাবে।
মোবাইলে ডিভিডি অর্ডার
মোবাইলে ডিভিডি অর্ডার করতে আপনার কাঙ্খিত কোর্সের ডিভিডির মূল্য এবং সাথে ৮০ টাকা ডেলিভারি চার্জসহ আমাদের বিকাশ 01842858258 (Personal) বা আমাদের রকেট নং 018428582585 (merchant) নাম্বারে পাঠিয়ে দিন।
.
এরপর আপনার নাম, মোবাইল, ঠিকানা, কোর্স কোড (যেমন, Web Design=WD, Graphic Design=GD, Web Development WDev), আপনার বিকাশ নং, টাকার পরিমাণ লিখে আমাদের 01842858258 নাম্বারে এসএমএস কর।
SN | কোর্সের নাম | CODE | DVD |
1 | Web Development | Wdev | 270 |
2 | Android App Development | APP | 250 |
3 | Web Design | WD | 200 |
4 | Graphic Design | GD | 250 |
5 | SEO | SEO | 200 |
6 | Affiliate Marketing | AFM | 250 |
7 | CPA Marketing | CPA | 200 |
8 | YouTube Marketing | YT | 200 |
9 | WPT Theme Development | WPT | 270 |
10 | AutoCad 2D and 3D | ACAD | 200 |
11 | Spoken English | ENSP | 200 |
12 | 3D Studio Max and VFX | 3DMAX | 350 |
13 | ASP.Net MVC and AngularJs | ASP | 250 |
14 | Android Game Development | GameDev | 200 |
15 | Excel Advance | Excel | 200 |
16 | Complete Java | Java | 250 |
.
যেকোন সহায়তার জন্য কল কর: 09639 399 399 / 01948858258
0 responses on "কিভাবে ডিভিডি অর্ডার করবো?"