
২০১৭ কামিল স্নাতকোত্তর হাদিস ১ম পর্ব পরীক্ষায় নকলে সহায়তা করায় শিক্ষকসহ ১২ জনকে বহিস্কার করা হয়েছে।
পাবনার সাঁথিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে শনিবার (১০মার্চ) কামিল স্নাতকোত্তর হাদিস ২০১৭ ১ম পর্ব পরীক্ষায় নকলে সহায়তা এবং নকল করার দায়ে শিক্ষক শিক্ষার্থীসহ ১২ জনকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে ৬জন শিক্ষক এবং ৬ শিক্ষার্থী। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট জাহাঙ্গীর আলম তাদের বহিস্কার করেন।
বহিস্কৃত শিক্ষকরা হলেন, ধুলাউড়ি কামিল মাদ্রাসার শিক্ষক মহাতাব হোসেন, রেজাউল করিম, বোয়াইলমারী কামিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম, আব্দুর রহিম, হাফিজুর রহমান ও কামরুল ইসলাম।
বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন জেসমিন খাতুন রোল নং-১৬৩০২৫৩৮৫, রবিউল ইসলাম রোল নং-১৬৩০২৫৩৮৮, হোসনে আরা রোল নং ১৬৩০২৫৪২৭, মিলন হোসেন রোল নং-১৬৩০২৫৫১৩, জাহাঙ্গীর আলম রোল নং-১৬৩০২৫৫১৭ এবং সাদ্দাম হোসেন রোল নং-১৬৩০২৫৫২৩
আরও পড়ুন ঃ