কাজ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2496
24951. তড়িৎ চুম্বকে বৈদ্যুতিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
- রাসায়নিক শক্তি
- তাপশক্তি
- চৌম্বক শক্তি
- পারমাণবিক শক্তি
24952. ইঞ্জিনে যে পরিমাণ শক্তি ঘর্ষণের ফলে অপচয় হয় তা কিসে পরিণত হয়?
- চাপ
- তাপমাত্রা
- তাপ
- চৌম্বকক্ষেত্র
24953. শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করার অর্থ হলো –
- বল
- বেগ
- কাজ
- গতিশক্তি
24954. নিচের তথ্যগুলো লক্ষ কর –
- বায়োগ্যাস হচ্ছে জৈব যৌগ
- বায়োমাস সালোকসংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়
- বায়োমাস এক ধরনের সৌরশক্তি
A,B,C
24955. কোন বস্তুর উপর যখন কাজ করা হয়, তখন কি পরিমাণ শক্তি প্রয়োগ করা হয়?
- কাজের চেয়ে কম
- কাজের চেয়ে বেশি
- কাজের সম পরিমাণ
- উপরের একটিও না
24956. জলবিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তিকে ব্যবহার করা হয়?
- গতি শক্তি
- বিভব শক্তি
- রাসায়নিক শক্তি
- গতি ও বিভব শক্তি
24957. এ বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল আজও মহাবিশ্বে সে পরিমাণ শক্তি আছে। এটাই শক্তির –
- অবিনশ্বরতা
- নিত্যতা
- সংরক্ষণশীলতা
A,B,C
24958. গাড়িটির গতি শক্তি কত?
- 1.37 x 106J
- 9 x 106J
- 6.94 x 104J
- 2.5 x 102J
24959. নিউক্লিয় বিক্রিয়ায় পদার্থ কীসে রূপান্তরিত হয়?
- শক্তিতে
- পানিতে
- আয়নে
- নতুন পদার্থে
24960. কৃত্রিম বস্ত্র হচ্ছে
- ক্যাশমিলন
- টেরিলিন
- পলিয়েস্টার
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কাজ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2496"