কাজ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2505
25041. কর্মদক্ষতা –
- 100% এর অধিক হতে পারে না
- একটি এককবিহীন রাশি
- হলো অন্তমুখী ক্ষমতা ও বহিমুর্খী ক্ষমতার অনুপাত
A,B
25042. কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ?
- বস্তুর বেগের সমানুপাতিক
- ভরের সমানুপাতিক
- ভরের ব্যস্তানুপাতিক
- ভরের বর্গের সমানুপাতিক
25043. অনবায়নযোগ্য শক্তি হচ্ছে –
- কয়লা
- খনিজ তেল
- প্রাকৃতিক গ্যাস
A,B,C
25044. এসিড বৃষ্টিতে কেমন এসিড থাকে?
- শক্তিশালী এসিড
- খুব দুর্বল এসিড
- স্বাভাবিক এসিড
- খুব শক্তিশালী এসিড
25045. অনবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে –
- সৌরশক্তি
- বায়োগ্যাস
- প্রাকৃতিক গ্যাস
- বায়ুশক্তি
25046. 500 N বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 50 m হলে কৃত কাজের পরিমাণ কত?
- 25x104J
- 2.5x104J
- 25x103J
- 2.5x103J
25047. কোনটি সহসা নি:শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই?
- প্রাকৃতিক গ্যাস
- সৌরশক্তি
- কয়লা
- খনিজ তেল
25048. ইঞ্জিনটির কর্মদক্ষতা কত?
- 0.6833
- 0.3167
- 0.8633
- 0.6733
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কাজ -এসএসসি-পদার্থ বিজ্ঞান-4"