এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-2-কপোতাক্ষ-নদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 948
কপোতাক্ষ নদ | 9471. কবিতায় কবি স্মৃতিকাতর হয়েছেন কেন?
- বাল্যজীবনের দুরন্তপনা মনে করে
- শৈশবের বর্ণিল দিনের কথা মনে করে
- কলকাতার বন্ধুদের কথা মনে করে
- নিজ গ্রামের কপোতাক্ষ নদের কথা মনে করে
9472. জুড়াই এ কান ভ্রান্তির ছলনে – চরণের পরের চরণ দুটির মিলবিন্যাস কোনটি?
- কখ
- খখ
- খক
- কক
9473. আর কি হে হবে দেখা? – কবির উক্তিতে উপস্থাপিত হয়েছে তাঁর মনের –
- মাধুরী
- একাগ্রতা
- সংশয়
9474. কবি কপোতাক্ষ নদের কাছে কী মিনতি করেছেন?
- তাঁকে ক্ষমা করতে
- তাঁকে ভুল না বুঝতে
- তাঁর তৃষ্ণা নিবারণ করতে
- তাঁকে মনে রাখতে
9475. কৃষ্ণকুমারীর সাথে পদ্মাবতীর সাদৃশ্য মূলত –
- বিষয়ে
- ভাবে
- আঙ্গিকে
9476. কবিতায় কবির কীরকম দেশপ্রেম ফুটে উঠেছে?
- অপ্রতুল
- অত্যুজ্জ্বল
- অপ্রকট
- উচ্ছ্বসিত
9477. কপোতাক্ষ নদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- বীরাঙ্গনা
- ব্রজাঙ্গনা
- চতুর্দশপদী কবিতাবলি
- মেঘনাদবধ কাব্য
9478. বারি-রূপ কর তুমি। এখানে কর শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
- কাজ
- হাত
- রাজস্ব
- করা
9479. কপোতাক্ষ নদ কবিতায় কবির সীমাহীন দেশপ্রেম ফুটে উঠেছে নিচের যে পঙক্তিতে –
- সতত
- হে নদ
- তুমি পড় মোর মনেদুগ্ধ স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
- লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
9480. ছন্দ বিবেচনায় কপোতাক্ষ নদ কোন ছন্দে লেখা?
- মাত্রাবৃত্ত
- স্বরবৃত্ত
- অক্ষরবৃত্ত
- অমিত্রাক্ষর ছন্দ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কপোতাক্ষ নদ এসএসসি বাংলা মডেল টেস্ট 948"