আমরা অনেকেই ওয়েব ডেভেলপমেন্ট শিখে এটাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী। কিন্তু ভাল প্রতিষ্ঠান বা আর্থিক অথবা সময়ের কারণে আমাদের ওয়েবডেভেলপমেন্ট শেখা হয়ে ওঠে না। আবার অনেকেই কোর্স করতে গিয়ে প্রতারিতও হয়েছেন। আর তাই অবশেষে ইচ্ছা থাকা সত্ত্বেও ওয়েবডেভেলপমেন্ট শেখার স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়। আর তাদের কথা মাথায় রেখেই ইশিখন.কম প্রকাশ করল ওয়েব ডেভেলপমেন্ট তথা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর উপর পূর্ণাঙ্গ বাংলা ভিডিও টিউটোরিয়াল।
নিচে আপনাদের জন্য বাংলা ভিডিও উপস্থাপন করলাম, যারা ওয়েব ডেভেলপমেন্ট তথা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে প্রফেশনালি দক্ষ হতে চান তাদের কাজে লাগবে আশা করি।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://HOSTbelt.com/
পর্ব ১১-১: ওয়েব ডেভেলপমেন্ট তথা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
0 responses on "ওয়েব ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়াল"