এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 536
এসো বলকে জানি | 5351. স্নায়ুতন্ত্রের পরিচালক কোনটি?
- সুষম্না কান্ড
- মেরুরজ্জু
- মস্তিষ্ক
- সুষম্না স্নায়ু
5352. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
- ইনসুলিন
- থাইরক্সিন
- থাইমক্সিন
- থাইরোট্রপিন
5353. গোনাড গ্রন্থির ক্ষেত্রে-
- যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
- পরিণত পুরুষে টেস্টোস্টেরন নিঃসরণ করে
- পরিণত স্ত্রীতে ইস্ট্রোজেন নিঃসরণ করে
B,C
5354. পারকিনসন রোগের চিকিৎসা-
- ইনসুলিন গ্রহণ
- ফিজিওথেরাপী গ্রহণ
- পরিমিত খাদ্য গ্রহণ
B,C
5355. পরিণত বয়সে পুরুষে জনন অঙ্গ হতে কোনটি নিঃসৃত হয়?
- ইস্ট্রোজেন
- থাইমেসিন
- টেস্টোস্টেরন
- অক্সিটোসিন
5356. ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে-
- ক্যাম্বিয়ামের কার্যকারিতা হ্রাস পায়
- ক্যালাস সৃষ্টি হয়
- ক্ষতস্থান পূরণ হয়
B,C
5357. উদ্ভিদ জীবনে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবক গুরুত্বপূর্ণ কেন?
- জীবনচক্র সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য
- প্রজনন সুষ্ঠূভাবে সম্পন্নের জন্য
- ফলের পরিপক্কতার জন্য
- দৈহিক বৃদ্ধির জন্য
5358. পনস কোথায় থাকে?
- সেরিবেলামের উপরে
- সেরিব্রাম ও করোটির মাঝখানে
- মেডুলা অবলংগাটা ও মধ্যমস্তিষ্কের মাঝখানে
- হাইপোথ্যালামাসের উপরে
5359. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়-
- ইথিলিন
- অক্সিন
- জিবেরেলিন
B,C
5360. থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন কী কাজে লাগে?
- শ্বসনে
- এন্টিবডি গঠনে
- বিপাকে
- জনন গ্রন্থির বৃদ্ধিতে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "এসো বলকে জানি - এসএসসি জীববিজ্ঞান - 10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 536"