এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1824
18231. অস্পর্শ বল কয়টি?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
18232. কোনটি থেকে আমরা জানি, কোনো বস্তুই নিজের থেকে এর অবস্থান পরিবর্তন করতে চায় না?
- নিউটনের দ্বিতীয় সূত্র
- নিউটনের প্রথম সূত্র
- গ্যালিলিওর প্রথম সূত্র
- গ্যালিলিওর দ্বিতীয় সূত্র
18233. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের –
- বর্গের সমানুপাতিক
- বর্গের ব্যস্তানুপাতিক
- ব্যস্তানুপাতিক
- সমানুপাতিক
18234. ঘর্ষণ বল-
- অতি সাধারণ একটি বল
- এক ধরনের স্পর্শ বল
- বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে কাজ করে
A,B,C
18235. পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
- অভিকর্ষ
- মহাকর্ষ
- অভিকর্ষজ ত্বরণ
- মহাকর্ষীয় ধ্রুবক
18236. কোনটির কারণে প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে নিরাপদে নামা সম্ভব?
- পেশিজ বল
- ঘর্ষণ বল
- ঘাত বল
- মহাকর্ষ বল
18237. একটি চুম্বক ও অন্য একটি চুম্বক পদার্থের মধ্যে কোন বল ক্রিয়া করে?
- দুর্বল নিউক্লিয় বল
- চৌম্বক বল
- নিউক্লিয় বল
- মহাকর্ষ বল
18238. পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে বলে-
- ভর
- গতি
- জড়তা
- বল
18239. পরমাণুর গঠন নিয়ন্ত্রণ করে কোন বল?
- চৌম্বক বল
- আন্তঃআণবিক বল
- ঘর্ষণ বল
- মহাকর্ষ বল
18240. একটি নৌকা গতিশীল হবে না-
- নৌকা কর্তৃক প্রযুক্ত বল বেশি হলে
- নৌকায় উপর প্রযুক্ত বল বেশি হলে
- নৌকা কর্তৃক এবং নৌকায় উপর প্রযুক্ত বল সমান হলে
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1824"