এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1823
18221. ঘর্ষণ বল নির্ভরশীল-
- অভিকর্ষজ ত্বরণের ওপর
- বস্তুর ভরের ওপর
- পৃষ্ঠের প্রকৃতির ওপর
A,B,C
18222. রকেট কোনটির জন্য চলে?
- ভর
- প্রতিক্রিয়া
- ভরবেগ
- প্রযুক্ত বল
18223. যে শক্তিশালী আকর্ষণ বল নিউক্লিয়নগুলোর মধ্যে কাজ করে তাকে বলা হয়?
- নিউক্লিয়াস
- দুর্বল নিউক্লিয় বল
- শক্তিশালী নিউক্লিয় বল
- তড়িৎ পদার্থ
18224. বিজ্ঞানী নিউটন বল, ভর ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে কয়টি সূত্র প্রদান করেন?
- 4
- 3
- 2
- 1
18225. পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান থাকে কোনটি?
- ইলেকট্রন
- নিউট্রন
- প্রোটিন
- মেসন
18226. রাস্তায় একজন গাড়ি চালক হঠাৎ ব্রেক চাপলেন ফলে তিনি সামনের দিকে ঝুঁকে পড়লেন। পরে তিনি সিটবেল্ট বেঁধে নিলেন।তার ঝুঁকে পড়ার কারণ কোনটি?
- গতিজড়তা
- স্থিতিজড়তা
- বল
- ভর
18227. সিটবেল্ট বাঁধার সময় তার কীরূপ জড়তা ছিল?
- গতি জড়তা
- স্থিতি জড়তা
- সুষম জড়তা
- নিরপেক্ষ জড়তা
18228. প্রোটন ও নিউট্রন এর মধ্যে ক্রিয়াশীল বল কোনটি?
- দুর্বল নিউক্লিয় বল
- মহাকর্ষ বল
- তাড়িত চৌম্বক বল
- শক্তিশালী নিউক্লিয় বল
18229. বস্তুর মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধির সঙ্গে কোন বলের মান কমে?
- স্পর্শ বল
- দুর্বল নিউক্লিয় বল
- মাধ্যাকর্ষণ বল
- শক্তিশালী নিউক্লিয় বল
18230. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রাপ্ত বলের মান নির্ভর করে বস্তুর-
- ভরের ওপর
- ত্বরণের ওপর
- আয়তনের ওপর
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1823"