এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1830
18291. তমা আম বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেল গাছ থেকে একটি পাকা আম মাটিতে পড়ে গেল।আমটি মাটিতে পড়লো বলের কোন কারণে?
- মহাকর্ষ বল
- চৌম্বক বল
- তাড়িতচৌম্বক বল
- নিউক্লিয় বল
18292. আমটির ওপর প্রযুক্ত বল-
- আকর্ষণ ধর্মী বল
- বস্তুর ভরের সঙ্গে সম্পর্কিত
- দূরত্ব বাড়লে বলের মান বাড়ে
A,B
18293. নিউটনের ১ম সূত্র থেকে পাওয়া যায় বস্তুর-
- জড়তার ধারণা
- গতির ধারণা
- প্লবতার ধারণা
A,B
18294. কোনটির আকর্ষণ ও বিকর্ষণ করার ক্ষমতা আছে?
- চুম্বক
- মাধ্যাকর্ষণ বল
- শক্তিশালী নিউক্লিয় বল
- ঘর্ষণ বল
18295. নিউটনের কোন সূ্ত্র থেকে আমরা জানি, বল = ভর X ত্বরণ?
- প্রথম সূত্র
- তৃতীয় সূত্র
- সংরক্ষণ সূত্র
- দ্বিতীয় সূত্র
18296. কোন বল পরমাণুর নিউক্লিয়াস কাজ করে?
- দুর্বল নিউক্লিয় বল
- শক্তিশালী নিউক্লিয় বল
- মহাকর্ষ বল
- তাড়িত চৌম্বক বল
18297. শক্তিশালী নিউক্লিয় বল-
- তাড়িতচৌম্বক বলের চেয়ে ১০০০ গুণ শক্তিশালী
- নিউক্লিয়নগুলোর মাঝে ক্রিয়া করে
- নিউক্লিয়াসের বাইরে কাজ করে না
B,C
18298. তাড়িতচৌম্বক বল-
- দুটি চার্জযুক্ত কণিকার মাঝে কাজ করে
- আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী হতে পারে
- ইলেকট্রন ও প্রোটনের মাঝে কাজ করে
A,B,C
18299. তাড়িতচৌম্বক বলের মান নির্ভর করে কণিকাদ্বয়ের-
- আধানের গুণফলের ওপর
- মধ্যবর্তী দূরত্বের ওপর
- আধানের ভরের ওপর
A,B
18300. রকেট কোনটির ওপর ভিত্তি করে চলে?
- ক্রিয়া প্রতিক্রিয়া বল
- গ্যালিলিওর সূত্রের
- নিউটনের ১ম সূত্র
- আপেক্ষিকতার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1830"