এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 542
5411. ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে-
- স্থুলকার ব্যক্তিদের
- রোগীর সংস্পর্শে থাকলে
- বাবা মা দাদা দাদীর এ রোগ থাকলে
A,C
5412. সেরিব্রামের কাজ হলো-
- প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণ করা
- দেহের নড়াচড়া তথা অনুভূতি সৃষ্টি করা
- স্মৃতি ইচ্ছা জ্ঞান প্রভৃতি ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা
A,B,C
5413. অনুভূতিবাহী নিউরন কোথায় স্নায়ূ উদ্দীপনা প্রেরণ করে?
- গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে
- মেরুদন্ডের ভিতরে
- পনস থেকে গ্রাহক অঙ্গে
5414. পিটুইটারি গ্রন্থির আকার কেমন?
- বড়
- মাঝারি
- সবচেয়ে ক্ষুদ্র
- স্বাভাবিক
5415. পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্য উৎস থেকে বাসায় আসার পথে কী নিঃসৃত করে?
- অক্সিন
- ফেরোমন
- ফ্লোরিজেন
- ইথিলিন
5416. উদ্ভিদেহে বিদ্যমান বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থকে কী বলে?
- ফটোহরমোন
- ফাইটোহরমোন
- ফিটোহরমোন
- ফ্রুক্সোহরমোন
5417. অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের কোথায় পাওয়া যায়?
- পাকা বীজ
- চারাগাছ
- বীজপত্র
- পত্রের বধিষ্ণু অঞ্চল
5418. উদ্ভিদে বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে আলো ও উষ্ণতার প্রভাব হলো-
- ভিন্ন ভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের সৃষ্টি করে
- কোষের উপাদানগুলো উপরে স্থানান্তরিত হয়
- কোষের উপাদানগুলো নিচে স্থানান্তরিত হয়
A,C
5419. কোনটি মস্তিষ্কের সুরক্ষা প্রদান করে?
- স্কাল
- করোটি
- করোটিকা
- স্কেলিটন
5420. পুস্টুলেটেড হরমোনের উদাহরণ-
- ভার্নালিন
- অক্সিন
- ফ্লোরিজেন
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-জীববিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 542"