এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-9 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1566
15651. নাইট্রিক এসিডের বিয়োজন হার বাড়ে-
- তাপ প্রদানে
- মুক্ত অবস্থায় রাখলে
- অ্যালকোহল যোগে
- আলোর উপস্থিতিতে
15652. লেবুতে নিচের কোন এসিড বিদ্যমান?
- টারটারিক এসিড
- সাইট্রিক এসিড
- ল্যাকটিক এসিড
- এসিটিক এসিড
15653. ভারী ধাতু হতে মানবদেহে যে রোগের সৃষ্টি হয়?
- কলেরা
- টাইফয়েড
- ক্যান্সার
- হাম
15654. টারটারিক এসিডযুক্ত ফল হচ্ছে-
- লেবু
- আম
- তেতুল
- সবগুলো
15655. পানির তাপমাত্রা কোন যন্ত্র দিয়ে মাপা হয়?
- বারোমিটার
- pH মিটার
- থার্মোমিটার
- স্কেল
15656. বিদ্যুৎ, চুম্বক, কম্পিউটারে পদার্থের কোন ধর্মের সমন্বয় ঘটেছে?
- রাসায়নিক
- জৈবিক
- ভৌত
- সবগুলো
15657. নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী?
- H2
- He
- CO2
- CI2
15658. সক্রিয় ধাতুর ক্ষেত্রে-
- লঘু এসিডের সাথে বিক্রিয়া করে
- লঘু এসিডের সাথে বিক্রিয়া করে না
- ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে
A,B
15659. দধিতে কি ধরনের এসিড থাকে?
- এসিটিক এসিড
- ল্যাকটিক এসিড
- সাইট্রিক এসিড
- নাইট্রিক এসিড
15660. কার্বন যৌগের দহনে উৎপন্ন হয়-
- (i) CO2
- জলীয় বাষ্প
- তাপ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-9 - এসএসসি-রসায়ন-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1566"