এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-9 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1563
15621. চুনাপাথরের উপর লঘু সালফিউরিক এসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে?
- CO2
- H2
- O2
- SO2
15622. COD এর পূর্ণরূপ কোনটি?
- Chemistrey Oxygen Demand
- Chemical Oxygen Demand
- Chemistry Organaiztion Development
- Chemical Oxygen Development
15623. খাবার খেলে তা থেকে আমরা শক্তি পাই কোন প্রক্রিয়ার মাধ্যমে?
- শ্বসন প্রক্রিয়া
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
- বিপাক প্রক্রিয়া
- তাপীয় প্রক্রিয়া
15624. কোনটি ভঙ্গুর?
- লোহা
- মরিচা
- রাবার
- স্বর্ণ
15625. জেবু তড়িৎবিশ্লেষণ যন্ত্রে একটি যন্ত্রে একটি নির্দিষ্ট তরল নিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে চাইলেও পরল না। অতঃপর সে তরলে পানি মিশিয়ে তড়িৎ বিশ্লেষণ করল।উদ্দীপকের আলোচিত তরল পদার্থটি একটি-
- লবণ
- ক্ষার
- ক্ষারক
- এসিড
15626. তরলটি বিদ্যুৎ পরিবহন না করার কারণ-
- H+ আয়নের অনুপস্থিতি
- আয়নের অনুপস্থিতি
- তরলটি বেশি ঘন
- মুক্ত আয়নের অনুপস্থিতি
15627. উদ্দীপকে আলোচিত পানি মেশানো তরলে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে তৈরি হবে-
- অক্সিজেন
- সালফার ডাই অক্সাইড
- সালফার ট্রাই অক্সাইড
- হাইড্রোজেন
15628. কোন এসিডের ক্রিস্টালে H+ আছে?
- সালফান
- অলিয়াম
- হাইড্রোজেন ক্লোরাইড
- লঘু ফসফরিক এসিড
15629. ধাতুর হাইড্রোক্সাইড ও অক্সাইড কি জাতীয় পদার্থ?
- লভন
- এসিডীয়
- ক্ষারক
- সবগুলো
15630. জলীয় দ্রবণে কোন এসিড হাইড্রোজেন আয়ন দিলে তাকে বলে?
- pH
- প্রশমন বিক্রিয়া
- এসিড
- আয়নীকরণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-9 - এসএসসি-রসায়ন-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1563"