এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1542
15411. উদ্দীপকে e এর মান কত?
- 2.0×1011 kJ
- 2.0×1010 kJ
- 2.0×1012 kJ
- 2.0×1013 kJ
15412. উদ্দীপকের বিক্রিয়াটি –
- ফিউসন বিক্রিয়া
- তাপ-উৎপাদী বিক্রিয়া
- ভরের নিত্যতা সূত্র অনুসরণ করে না
B,C
15413. বিক্রিয়ায় –
- 1 mole C – H ও 1 mole Cl – Cl বন্ধন ভাঙে
- বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি 658 kJ
- বন্ধন সৃষ্টিতে প্রয়োজনীয় শক্তি 657 kJ
A,B
15414. নিউক্লিয়ার বিক্রিয়ায় –
- প্রোটন সংখ্যার পরিবর্তন হয়
- প্রচুর শক্তি উৎপন্ন হয়
- পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে
A,B,C
15415. সোডিয়াম ক্লোরাইড এ তড়িৎ বিশ্লেষণে উপজাত যৌগ হিসাবে নিচের কোনটি পাওয়া যায়?
- সোডিয়াম কার্বনেট
- সোডিয়াম নাইট্রেট
- সোডিয়াম হাইড্রক্সাইড
- সোডিয়াম বাইকার্বনেট
15416. নিচের কোনটি জীবাণু নাশক হিসাবে ব্যবহৃত হয়?
- হাইড্রোজেন গ্যাস
- ক্লোরিন গ্যাস
- ফ্লোরিন গ্যাস
- ব্রোমিন গ্যাস
15417. সব রাসায়নিক বিক্রিয়ায় কী ঘটে?
- তাপশক্তির শোষণ হয়
- তাপশক্তি নির্গত হয়
- তাপশক্তি শোষিত বা নির্গত হয়
- তাপশক্তি অপরিবর্তনীয় থাকে
15418. কাঠ, কয়লার দহনে নিচের কোন শক্তি দুটি উৎপন্ন করা সম্ভব?
- রাসায়নিক ও তাপশক্তি
- তাপ ও আলোকশক্তি
- রাসায়নিক ও আলোকশক্তি
- বৈদ্যুতিক ও রাসায়নিক শক্তি
15419. নিচের কোনটিকে ভারী ধাতু বললে ভুল হবে?
- কোবাল্ট
- কপার
- অ্যালুমিনিয়াম
- মারকারি
15420. ড্রাইসেলে জারিত হয় কোনটি?
- C
- Zn
- MnO2
- NH4Cl+ZnCl2
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-8 - এসএসসি-রসায়ন-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1542"