এসএসসি রসায়ন | এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1551
15501. নিচের কোনটি গ্যালভানিক কোষের ভেতরে পড়ে না?
- ড্যানিয়েল সেল
- ড্রাইসেল
- লেড স্টোরেজ সেল
- হাইড্রোজেন ফ্লুয়েল সেল
15502. ইউরেনিয়াম 235 কে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে কয়টি বিভিন্ন মৌলের সৃষ্টি হয়?
- 15টি
- 30টি
- 35টি
- 45টি
15503. বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার?
- এক
- দুই
- তিন
- চার
15504. গ্যালভানিক সেলে অ্যানোড ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হিসেবে দ্রবণে আসে। অপরদিকে ক্যাথোডে দ্রবণ হতে ধনাত্মক আয়ন ধাতু আকারে জমা হয়। এতে করে অ্যানোডে ও ক্যাথোডে আয়নসমূহের ঘনমাত্রার তারতম্য দেখা দেয়-যা প্রশমিত করার জন্য U আকৃতির লবণ সেতু ব্যবহার করা হয়।উদ্দীপকের সেলে ক্যাথোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
- Zn
- Pt
- Ag
- Cu
15505. উদ্দীপকের U আকৃতির টিউবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
- NaCl
- KCl
- CaCl2
- AlCl3
15506. উদ্দীপকের ক্ষেত্রে –
- ক্যাথোডে Cu2+ আয়নের আধিক্য দেখা যায়
- ক্যাথোডে ঋণাত্মক আয়নের আধিক্য দেখা যায়
- লবণ সেতু হতে বিপরীত আয়ন এসে দ্রবণের আয়নের ঘনমাত্রার অসমতা দূর করে
B,C
এসএসসি রসায়ন | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি রসায়ন মডেল টেস্ট অনুশীলন - 1551"