এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1548
15471. ইথানলকে জৈব জ্বালানি হিসেবে বিবেচিত করা হয় কেন?
- এটি জৈব ও অজৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
- এটি শ্বেতসার জাতীয় শস্য দানা থেকে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
- এটি জৈব যৌগের সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
- এটি জৈব যৌগ থেকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
15472. লেড স্টোরেজ ব্যাটারি মূলত তৈরি করা হয় — দিয়ে।
- Pb ও PbO2
- Zn ও MnO2
- Hg2O
- CuO
15473. গ্যালভানিক কোষে অ্যানোড হিসাবে থাকে –
- Cu/Cu+2(aq)
- Zn/Zn2+(aq)
- Ag/Ag2+(aq)
- Cl/Cl-(aq)
15474. লোহার উপর দস্তার ইলেকট্রোপ্লেটিং করলে –
- লোহার ক্ষয়রোধ হয়
- লোহা মরিচারোধী হয়
- লোহা মসৃণ ও উজ্জ্বল হয়
A,B,C
15475. নিচের বাক্যসমূহ লক্ষ কর:
- CO2 গ্যাস চুনের পানিকে ঘোলা করে
- CO গ্যাস চুনের পানিকে ঘোলা করে
- H2SO4 গ্যাস চুনের পানিকে ঘোলা করে
15476. বরফকে উন্মুক্ত অবস্থায় রেখে দিলে –
- বরফ তাপ শোষণ করবে
- বরফ গলতে শুরু করবে
- বরফের আয়তন বাড়বে
A,B
15477. বন্ধন ভাঙার সময় শক্তি —।
- নির্গত হয়
- শোষিত হয়
- উৎপন্ন হয়
- নিঃসরণ ঘটে
15478. যে কোষে বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে তড়িদদ্বার বিক্রিয়া সংঘটিত করা হয় তাকে কী বলে?
- গ্যালভানিক কোষ
- মারকারি কোষ
- লিথিয়াম কোষ
- তড়িৎ বিশ্লেষ্য কোষ
15479. তড়িৎ বিশ্লেষ্য কোষের ব্যাটারীর ধনাত্মক প্রান্ত যে ধাতব দন্ডের সাথে যুক্ত তা কি হিসাবে কাজ করে?
- ক্যাথোড হিসেবে
- অ্যানোড হিসেবে
- তড়িদদ্বার হিসেবে
- লবণ সেতু হিসেবে
15480. C2H5OH যৌগটি –
- পোড়ালে তাপ সৃষ্টি হয়
- দাহ্য তরল রাসায়নিক পদার্থ
- ফুয়েল সেল এর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1548"