এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1519
15181. অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে তা ইউরিয়া উৎপন্ন হয়, বিক্রিয়াটি-
- পলিমারকরণ
- সমাণুকরণ
- প্রতিস্থাপন
- প্রশমন
15182. CH4 এর দহনে কত মোল অক্সিজেন বিক্রিয়া করলে কার্বন তথা কালি উৎপন্ন হবে?
- এক মোল
- ১.৫ মোল
- দুই মোল
- ১/২ মোল
15183. জারণ-বিজারণের ফেলে কোনটি সঠিক?
- জারণ সংখ্যার পরিবর্তন হয়
- ইলেকট্রন আদান-প্রদান হয়
- জারণ ও বিজারণ একত্রে সংঘটিত হয়
- সবকয়টি
15184. একটি বিক্রিয়ায় প্রভাবকের প্রভাব-
- সাম্যাবস্থাকে উৎপাদের দিকে সরিয়ে দেবে
- কেবল অগ্রগামী বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
- অগ্র বা পশ্চাৎ উভয় দিকের বিক্রিয়ার গতি বৃদ্ধি করতে পারে সমানভাবে
- পশ্চাৎগামী বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
15185. শর্করা জাতীয় খাদ্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে?
- CO2
- SO2
- CO
- CH4
15186. বিক্রিয়ক→উৎপাদ, এটি কী ধরনের বিক্রিয়া?
- ব্হুমুখী বিক্রিয়া
- চেইন বিক্রিয়া
- একমুখী বিক্রিয়া
- উভমুখী বিক্রিয়া
15187. একটি লোহার টুকরাকে চুম্বক দ্বারা ঘর্ষণ করলে তা চুম্বকত্ব প্রাপ্ত হয়। এটি কোন ধরনের পরিবর্তন?
- ভৌত ও রাসায়নিক পরিবর্তন
- রাসায়নিক পরিবর্তন
- কোনো পরিবর্তন হয় না
- ভৌত পরিবর্তন
15188. একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থের ক্ষেত্রে কী ঘটে?
- ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
- ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
- ইলেকট্রন গ্রহণ করে এটি বিজাড়িত হয়
- ইলেকট্রন ত্যাগ করে এটি বিজাড়িত হয়
15189. এন্টাসিড কী ধর্মী?
- অম্লধর্মী
- লবণধর্মী
- ক্ষারধর্মী
- উভয়ধর্মী
15190. সাম্যাবস্থা নিয়ন্ত্রণের নিয়ামক হচ্ছে-
- চাপ
- তাপমাত্রা
- ঘনমাত্রা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-7 - এসএসসি-রসায়ন-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1519"